একঝলক (৭ এপ্রিল ২০২২)

১ / ১১
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে এই বাজার থেকে শত শত ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সবজি যায়। এখন চলছে বাঙ্গি ও তরমুজের ভরা মৌসুম। বিক্রির জন্য সাজানো হচ্ছে বাঙ্গি। ৭ এপ্রিল
ছবি: এম সাদেক
২ / ১১
নদীপথে ইঞ্জিনের নৌকায় করে নিজের খেতের ফসল বিক্রি করতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ঘাটে ভিড়ছেন লোকজন। বেশি দামের আশায় গ্রামের অনেকেই শহরে ফসল বিক্রি করতে আসেন। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সিঁড়িঘাট এলাকা। ৭ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১১
শুকনা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে ডাঙায় উঠেছে ডিঙিনৌকা। তার পাশে পানির খোঁজে এক পাহাড়ি শিশু গর্ত খুঁড়ছে। রাঙামাটি শহরতলীর কাটাছড়ি উত্তর গ্রাম। ৭ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১১
পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়। এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন কার্ডধারী নিম্ন আয়ের মানুষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক পুলিশ সদস্য টিসিবি পণ্যের ট্রাকে বসে ক্রেতাদের পণ্য সরবরাহ করছেন। পঞ্চগড় চিনিকল মাঠ
ছবি: রাজিউর রহমান
৫ / ১১
রিপন মোল্লা ও আলাউদ্দিন গোলদার একসঙ্গে পাঁচ বিঘা জমিতে তরমুজ চাষ করছেন। তরমুজগাছে বারবার পানি দিতে হয়। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছেন, ভালো ফলন হবে। গাগড়ামারি, বটিয়াঘাটা উপজেলা, খুলনা। ৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
খেত থেকে বরবটি তুলে ভ্যানে ভরছেন দুই কৃষক। পাইকারিতে প্রতি কেজি বরবটি ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মানিকদিপা বিন্নাচাপড় এলাকা, শাজাহানপুর, বগুড়া। ৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ১১
ঘাটে নৌকা বেঁধে যাত্রীর অপেক্ষায় বসে আছেন মাঝিরা। আলীপুর, মেঘনা, কুমিল্লা। ৭ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১১
পাহাড়ি ঢলে খাল-বিলে পানি বেড়েছে। নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন শৌখিন শিকারি। সিলেট নগরের কুশিগাঙ থেকে তোলা। ৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
রমজানে মিষ্টিকুমড়ারও চাহিদা বেড়েছে। দামটাও একটু বেড়েছে। তাই জমি থেকে মিষ্টিকুমড়া তুলে চাষিরা বিক্রির জন্য বাজারে নিচ্ছেন । প্রতি কেজি ৮ থেকে ১০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। জানকি ধাপেরহাট রংপুর, ৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
ভর্তুকি মূল্যে রাজধানীর তোপখানা রোডে চাল, ডাল ও চিনি কিনতে ক্রেতাদের ভিড়। ঢাকা। ৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১১ / ১১
‘গণমাধ্যমকর্মী চাকরির শর্তাবলি’ আইনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজে, ঢাকা। ৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার