একঝলক (৯ ফেব্রুয়ারি, ২০২২)

১ / ২৯
ভারতের কর্ণাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সলিডারিটি ফ্রম বাংলাদেশ নামে সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২৯
নদীপথে ট্রলারে এসেছে ইট। ভাটা থেকে ট্রলারে ওঠানো এবং নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। ইটপ্রতি এক টাকা মজুরি পান তাঁরা। দাপা বালুরঘাট, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৯ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ২৯
প্রতি লিটার ৩৪ টাকায় ১০০ লিটার দুধ কিনে এনেছেন পরিমল মল্লিক। এ দুধ পাঠানো হবে খুলনার একটি মিষ্টি তৈরির কারখানায়। ঘোনা, ডুমুরিয়া, খুলনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৯
সাইকেলে করে প্লাস্টিকের হরেক রকমের পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন এই ব্যক্তি। সারা দিন বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে এসব বিক্রি করেন তিনি। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৯
শুষ্ক মৌসুমে সুরমা নদীর পানি কমে নদী শুকিয়ে যায়। নদীর তীরে যত্রতত্র আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে সেখানকার পরিবেশ। সেখান থেকে পানি সংগ্রহ করছে এক কিশোর। কাজীরবাজার ঘাট, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৯
করোনা সংক্রমণে ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে বারবার। কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক ছাড়া হাটবাজারে ঘোরাঘুরি করছেন অনেকেই। বনরূপা বাজার, রাঙামাটি, ৯ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৯
বিক্রির জন্য বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৯
শীতের সকালের রোদে তিনটি শালিক। মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ, ৯ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ২৯
সাইকেলে করে দেশি মুরগির ছানা বিক্রি করছেন ওমর ফারুক। প্রতিটি ছানা ২৫ থেকে ৩০ টাকায় কিনছেন এক ক্রেতা। গাইকুড়, আড়ংঘাটা, খুলনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৯
ধেয়ে আসছে ছুটন্ত ট্রেন। বন্ধ রেলগেটের ফাঁক গলে চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হচ্ছেন দুই পথচারী। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১১ / ২৯
ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে সিএনজিচালিত অটো ও শ্যালোচালিত ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায়। আহত হন বেশ কয়েকজন। হাজিরপুল, ভেড়ামারা, কুষ্টিয়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ২৯
নিজের খেত থেকে বেগুন, মরিচ তুলে সাপ্তাহিক হাটে বিক্রির জন্য এসেছেন এক পাহাড়ি নারী। বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ৯ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৯
ড্রেনের উন্নয়নে চলছে খোঁড়াখুঁড়ি। মাটি ফেলা হচ্ছে সড়কের ওপরেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী ও পথচারীরা। গ্রিন রোড, ঢাকা, ৯ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২৯
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় পানের দোকান দিয়েছেন আক্তার আলী। এই পানে প্রায় ৯০ ধরনের মসলা দেওয়া হয়। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৫ / ২৯
মেলায় বিক্রি হয়েছে ২১ কেজি ওজনের একটি ব্লাড কার্প মাছ। মাছটি ১৬ হাজার টাকায় কিনেছেন এক ক্রেতা। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৬ / ২৯
বীজতলা থেকে ইরি ধানের চারা তুলে আঁটি বেঁধে রাখছেন এক কৃষক। মগড়পাড়া, কাশিপুর, বরিশাল, ৯ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১৭ / ২৯
মাঠ থেকে আলু তোলা শুরু হয়েছে। সেগুলো বস্তায় ভরে বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। ধাপের হাট, রংপুর, ৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৯
করোনার টিকা নিতে মাধ্যমিক শিক্ষার্থীদের লম্বা লাইন। এ সময় অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। ছিল না সামাজিক দূরত্বও। মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল, পঞ্চগড় সদর, ৯ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
১৯ / ২৯
রাস্তায় ঘুরে ভ্যানে করে মিষ্টিকুমড়া, মরিচসহ বিভিন্ন সবজির বীজ বিক্রি করছেন এক বিক্রেতা। গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২০ / ২৯
বোরো ধান রোপণের জন্য জমিতে মই দিতে হবে। তবে নেই গরু। তাই নিজেরাই নেমে পড়ে কাজটি সারছেন কৃষকেরা। পান্ডার দীঘি, শহরতলি, রংপুর, ৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৯
খেত থেকে গাজর তোলা হয়েছে। এসব গাজর বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। দুর্গাপুর, সিঙ্গাইর, মানিকগঞ্জ, ৯ ফেব্রুয়ারি
ছবি: আব্দুল মোমিন।
২২ / ২৯
স্বল্পমূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। জামালখান, চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি।
ছবি: সৌরভ দাশ
২৩ / ২৯
কনটেইনারে তৈরি পোশাক নিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে এমভি সোঙ্গা চিতা। চট্টগ্রাম বন্দর, ৯ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
২৪ / ২৯
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলছে। এর জেরে সৃষ্টি হওয়া ধুলায় নাকাল এলাকাবাসী। ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। বিমানবন্দর সড়ক, ঢাকা, ৯ ফেব্রুয়ারি
ছবি: খালেদ সরকার
২৫ / ২৯
কাছেই পথচারী পারাপারের সেতু। তবু ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে পথচারীরা। বিমানবন্দর সড়ক, ঢাকা, ৯ ফেব্রুয়ারি
ছবি: খালেদ সরকার
২৬ / ২৯
সেদ্ধ করা ধান বাড়ির পাশের রেললাইনের ধারে শুকাচ্ছেন এক গৃহবধূ। মজলিশপুর, রাজবাড়ী, ৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৭ / ২৯
অবসরে বাড়ির উঠানে বসে বাঁশের ঝুড়ি তৈরি করছেন কৃষক ইয়াকুব আলী ফকির। মজলিশপুর, রাজবাড়ী, ৯ ফেব্রুয়ারি।
ছবি: আলীমুজ্জামান
২৮ / ২৯
করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে মাস্ক পরায় উৎসাহিত করতে ‘মাস্কআপ পাবনা’ নামে সচেতনতামূলক কর্মসূচি পালন করে পাবনা জেলা পুলিশ। ট্রাফিক মোড়, পাবনা, ৯ ফেব্রুয়ারি।
ছবি: হাসান মাহমুদ
২৯ / ২৯
পদ্মার পানি এখন কম। নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। হার্ডিঞ্জ ব্রিজ, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ