এক ঝলক(০২ মে, ২০২১)

১ / ১০
ডালপালা ঢাকা পড়েছে কৃষ্ণচূড়ার ফুলে। লিচুবাগান, রাঙামাটি, ০২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১০
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা ছোট এই ফেরিতেও ছোট গাড়ি এবং যাত্রীদের ভিড় দেখা যায়। ৫ নম্বর ঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী, ০২ মে
ছবি: এম রাশেদুল হক
৩ / ১০
পাশেই কোথাও বাসা রয়েছে পাখিটার। খাবারের খোঁজে ডালে ডালে ঘুরছে বসন্তবাউরি পাখিটা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ। গাবতলী, ঢাকা, ০২ মে
ছবি: আশরাফুল আলম
৫ / ১০
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ। সায়েদাবাদ, ঢাকা, ০২ মে
ছবি: হাসান রাজা
৬ / ১০
সকালে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে জেলা প্রশাসনের ব্যবস্থপনায় তরমুজ বিক্রি শুরু হয়েছে। নাটোর, ০২ মে
ছবি: মুক্তার হোসেন
৭ / ১০
মতিউর রহমান পিত্তথলির অপারেশন করিয়েছেন খুলনা পঙ্গু হাসপাতাল থেকে। কিন্তু জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে খুলনা করোনা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অ্যাম্বুলেন্সে বসে স্ত্রী বিউটি বেগম সেবা করছেন স্বামীকে। খুলনা করোনা হাসপাতাল, ২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
শনিবার বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেলুনমালিক-কর্মচারীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কুমিল্লা, ০২ মে
ছবি: এম সাদেক
৯ / ১০
সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত তাহমিনা বানু বিদ্যানিকেতন স্কুলে ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে করোনাকালীন সহযোগিতা হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ বিতরণ করা হয়। ঢাকা, ২ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এদিকে খোলা রয়েছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। নানা কাজে ঘর থেকে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। কড়া রোদের মধ্যে ভ্যানগাড়ি, মিনিট্রাকসহ বিভিন্নভাবে যাতায়াত করছে মানুষ। এ কে খান মোড়, চট্টগ্রাম, ০২ মে
ছবি: জুয়েল শীল