পোশাকশ্রমিকদের চলাচলের জন্য বাস, লঞ্চসহ গণপরিবহন চলার ঘোষণায় পর চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সকালে যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। ঢাকা, ১ আগস্টছবি: দীপু মালাকার
২ / ২০
চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য নগরের বিভিন্ন খাল পরিষ্কার করা হচ্ছে। পাথরঘাটা, মরিয়ম বিবি খাল, চট্টগ্রাম, ১ আগস্টছবি: সুজন ঘোষ
৩ / ২০
বৃষ্টি থেকে বাঁচতে মাথায় পলিথিন আর কাপড় দিয়ে শিশুদের রক্ষার চেষ্টা অভিভাবকের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১ আগস্টছবি: দিনার মাহমুদ
৪ / ২০
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ বৃষ্টির পানিতে তলিয়ে গর্তে আটকে ঢাকাগামী একটি বাস উল্টে যাওয়ার উপক্রম হয়। এতে বাসের চালক ও সুপারভাইজার আহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা, ১ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২০
পোশাকশ্রমিকদের চলাচলের জন্য বাস, লঞ্চসহ গণপরিবহন চলার ঘোষণায় পর ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে মানুষের অপেক্ষা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ১ আগস্টছবি: সাইয়ান
৬ / ২০
ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। গোকুল, বগুড়া, ১ আগস্টছবি: সোয়েল রানা
৭ / ২০
পোশাকশ্রমিকদের চলাচলের জন্য বাস, লঞ্চসহ গণপরিবহন চলার ঘোষণায় পর রোববার ভোর থেকে ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড ভিড়। চাঁদপুর লঞ্চঘাট, ১ আগস্টছবি: আলম পলাশ
৮ / ২০
রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় যাত্রীদের। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ আগস্টছবি: এম রাশেদুল হক
৯ / ২০
পদ্মার ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষা করতে বাঁধের দাবিতে বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়ালেরকান্দি গ্রামবাসীর মানববন্ধন। জাজিরা, শরীয়তপুর, ১ আগস্ট।ছবি: প্রথম আলো
১০ / ২০
ঝুঁকি নিয়ে পিকআপে করে ঢাকায় ঢুকছে মানুষ। আমিনবাজার, ঢাকা, ১ আগস্ট।ছবি: আশরাফুল আলম
১১ / ২০
ঈদের পর কঠোর বিধিনিষেধের ১২তম দিনে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। কাছারিবাজার, রংপুর, ১ আগস্ট।ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণায় রোববার সকালেও দক্ষিণাঞ্চল থেকে ফেরিতে ঢাকামুখী মানুষের ঢল। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ১ আগস্ট।ছবি: দীপু মালাকার
১৩ / ২০
স্বাস্থ্যবিধি না মেনে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে মানুষ। ইলিশা লঞ্চঘাট, ভোলা, ১ আগস্ট।ছবি: প্রথম আলো
১৪ / ২০
তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণায় শিমুলিয়া ঘাটে সকাল থেকেই গণপরিবহনে ছিল যাত্রীদের চাপ। মুন্সিগঞ্জ, ১ আগস্ট।ছবি: দীপু মালাকার
১৫ / ২০
সাধারণ ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গেই চিকিৎসা চলছে ডেঙ্গু রোগীদের। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা, ১ আগস্টছবি: সাইফুল ইসলাম
১৬ / ২০
জ্বর না কমায় পাঁচ মাসের শিশু লাবিবকে নাটোরের সান্যালপাড়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দাদি নাজিয়া মিজানসহ পরিবারের সদস্যরা। রাজশাহী, ১ আগস্টছবি: শহীদুল ইসলাম
১৭ / ২০
স্বাস্থ্যবিধি না মেনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য লঞ্চঘাটে যাত্রীদের অপেক্ষা। নদীবন্দর, বরিশাল, ১ আগস্টছবি: সাইয়ান
১৮ / ২০
চার দিন ধরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত শিশু রোজা। ছোট বোনকে খেলায় মাতিয়ে রাখার চেষ্টা করছে ভাই জুরাইজ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা, ১ আগস্টছবি: সাইফুল ইসলাম
১৯ / ২০
ট্রাকে করে বাসার আসবাব নিয়ে ঢাকায় যাচ্ছেন মনির হোসেন নামের এক শ্রমিকের পরিবার। লঞ্চঘাট মোড়, গোয়ালন্দ, রাজবাড়ী ১ আগস্টছবি: এম রাশেদুল হক
২০ / ২০
করোনাকালে দীর্ঘদিনের বিধিনিষেধে কাজ হারিয়ে বেকার হাসেম আলী। জীবিকার সন্ধানে নেমেছেন নতুন কাজে। বিভিন্ন দোকান থেকে পুরোনো টায়ার সংগ্রহ করে পাইকারি দরে বিক্রির কাজ করছেন তিনি। এডওয়ার্ড কলেজ গেট, রাধানগর, পাবনা, ১ আগস্টছবি: হাসান মাহমুদ