Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
এক ঝলক (০৪ ডিসেম্বর ২০১৬)
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪: ১৫
১ / ২২
গাজরের খেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন কৃষক। ছবিটি গতকাল শনিবার দুপুরে বগুড়া সদর উপজেলার মন্ডলধরন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ২২
জুম থেকে কলা সংগ্রহ করে তা স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন এক চাষি। ছবিটি গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৩ / ২২
ফড়িংয়ের ওড়াউড়ি। ছবিটি রোববার খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২২
আমন ধান কাটা হচ্ছে। খাবারের খোঁজে ঝাঁক বেঁধে খেতে এসেছে শালিকের দল। ছবিটি রোববার বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ২২
খাবারের খোঁজে আমন ধানের খেতে ঝাঁক বেঁধে পাখির ওড়াউড়ি। ছবিটি রোববার বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২২
এই ছবি ‘তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে’ কবিতার কথাই মনে করিয়ে দেয়। ছবিটি রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ২২
বোরো ধানের চারা তৈরির জন্য বীজ ফেলছেন এক কৃষক। ছবিটি গতকাল রোববার বগুড়া সদর উপজেলার যশপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ২২
আমন ধান কেটে বাড়ি ফিরছেন একদল কৃষক। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ২২
বাড়ির গোলায় তুলে রাখা আউশ ধান সিদ্ধ করে পদ্মা নদীর পাড়ে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ২২
বস্তা দিয়ে বানানো দোলনায় দুই শিশুর দুরন্তপনা। ছবিটি খুলনার শিরোমণি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
যেন শীতের সকালে ডানা মেলে রোদ পোহাচ্ছে পানকৌড়িটি। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
১২ / ২২
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৭-এর নিবন্ধন শুরু হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ২২
পুকুরের পানিতে শাপলা। ছবিটি আজ রোববার বেলা ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেল সেতু এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক, কুমিল্লা
১৪ / ২২
রাজধানীর কড়াইল বস্তিতে রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: আহমেদ জায়িফ
১৫ / ২২
হেমন্তের পড়ন্ত বিকেলে আকাশে রঙের খেলা। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি মোনপাড়া এলাকা থেকে আজ রোববার বিকেল পৌনে ৫টায় তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২২
হেমন্তের কুয়াশা মোড়ানো সকাল। কৃষক আমন খেতের আইল ধরে ছুটছে গন্তব্যে। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে আজ রোববার ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১৭ / ২২
আন্ডারপাস থাকা সত্ত্বেও রাজধানীতে অনেকেই ঝুঁকি নিয়ে প্রধান সড়কের মাঝখান দিয়েই রাস্তা পার হন। কেউবা আবার মুঠোফোনে কথা বলতে বলতেই রাস্তা পার হন। ছবিটি সম্প্রতি গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২২
বৃষ্টি নেই। তারপরও চট্টগ্রাম নগরের বন্দর এলাকার কাস্টম মোড়ের পূর্ব পাশে সড়কের ওপর বেশ কিছু দিন ধরে জমে আছে পানি। ফলে ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার লোকজন। ছবিটি গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ
১৯ / ২২
চুয়াডাঙ্গায় নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতান গতকাল শনিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার সহপাঠীরা আত্মহত্যার পেছনে সিলেবাসের বাইরে গণিত প্রশ্নপত্র তৈরিকে দায়ী করে রোববার চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। ছবি: শাহ আলম
২০ / ২২
বাল্য বিবাহের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজ রোববার বরিশাল শহরে সমাবেশ-মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: সাইয়ান
২১ / ২২
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা। ছবিটি আজ রোববার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কক্ষ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২২ / ২২
চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায় রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান করেন রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। এ সময় হঠাৎ একটি ঘরে আগুন লেগে গেলে অভিযান বন্ধ করে দেওয়া হয়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও পড়ুন