ঢোলগাড়ি, ট্যামটেমি, ঢরঢরে বা টমটম—বিভিন্ন নামে পরিচিত শিশুদের এই খেলনা। দুর্গাপূজা উপলক্ষে মুনসুর ও মহসিন—দুই ভাই একটি দলের সঙ্গে খুলনায় এসেছে এসব খেলনা বিক্রি করতে। মহালয়া থেকেই মন্দিরের পাশে তাদের বিক্রি শুরু, চলবে দশমী পর্যন্ত। পাবলা বণিকপাড়া, খুলনা, ৬ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন