এক ঝলক (০৬ অক্টোবর, ২০২১)

১ / ১১
ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ম না মেনে চলাচল করছে যানবাহন। সুযোগ পেলেই একে অপরকে পেছনে ফেলার চেষ্টা। এ কারণে যখন–তখন ঘটে দুর্ঘটনা। সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকা, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
কাপ্তাই হ্রদে রয়েছে ছোট মাছের আনাগোনা। দূর থেকে মাছগুলোর ওপর নজর রাখছিল একটি বক। লক্ষ্য নির্দিষ্ট হলে একসময় ডানা মেলে শিকারে নেমে পড়ে সেটি। রাঙামাটি শহরতলির ভোয়াইল্ল্যাপাড়া এলাকা, ৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১১
ঢোলগাড়ি, ট্যামটেমি, ঢরঢরে বা টমটম—বিভিন্ন নামে পরিচিত শিশুদের এই খেলনা। দুর্গাপূজা উপলক্ষে মুনসুর ও মহসিন—দুই ভাই একটি দলের সঙ্গে খুলনায় এসেছে এসব খেলনা বিক্রি করতে। মহালয়া থেকেই মন্দিরের পাশে তাদের বিক্রি শুরু, চলবে দশমী পর্যন্ত। পাবলা বণিকপাড়া, খুলনা, ৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১১
রংপুর নগরের পাবলিক লাইব্রেরি কেন্দ্রে করোনার টিকা নিতে মানুষের ভিড়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
আর চার দিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার অন্যতম অনুষঙ্গ নারকেল। প্রসাদের থালায় কিংবা বাসাবাড়িতে নারকেলের নাড়ু এখন থাকবেই। তাই এখন নারকেল বিক্রি বেড়েছে। সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১১
কাপ্তাই হ্রদে ডিঙিতে করে মাছ ধরছেন দুই তরুণ। রাঙাপানি গ্রাম এলাকায় কাপ্তাই হ্রদ, রাঙামাটি শহর, ৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
পাট বোঝাই করে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ ভটভটি। দর্শনা, রংপুর, ৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
রঙিন ফুলের মধু সংগ্রহে মৌমাছির আনাগোনা। দৌলতপুর, খুলনা, ৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
পেঁয়াজের দাম বাড়ছে, কারওয়ান বাজারের আড়তে ৭২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ঢাকা, ৬ অক্টাবর,
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১১
দুর্গাপূজা উপলক্ষে সড়কের ধারে শিশুদের নানা রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। মাহিগঞ্জ, রংপুর, ৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
মহালয়ার পুণ্যতিথিতে আগমনী গান, চণ্ডীপাঠসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেবীপক্ষকে আহ্বান জানাচ্ছেন হিন্দুধর্মাবলম্বীরা। শ্রীশ্রী রাধাগোবিন্দ নিবাস মন্দির, স্ব-রোড, বরিশাল নগর, ৬ অক্টোবর
ছবি: সাইয়ান