১ / ২১
লকডাউনে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যানবাহনের চালকদের জরিমানাও করা হয়। কাঁটাবন, ঢাকা, ১০ জুলাই।
ছবি: দীপু মালাকার
২ / ২১
নারায়ণগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিতে আসেন। ঢাকা, ১০ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২১
মহামারির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাড়ির ফটকে মুঠোফোনে সময় কাটাচ্ছে দুই কিশোর। মালগ্রাম, বগুড়া শহর, ১০ জুলাই ।
ছবি: সোয়েল রানা
৪ / ২১
নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে ভবনের ষষ্ঠ তলায় উদ্ধারকাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। রূপগঞ্জ কর্ণগোপ, নারায়ণগঞ্জের, ১০ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৫ / ২১
করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। আক্রান্ত মানুষের বাড়ির সামনে লাল পতাকা লাগিয়ে সতর্ক করছেন পুলিশ সদস্যরা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর শহর, ১০ জুলাই।
ছবি: আলীমুজ্জামান
৬ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিধিনিষেধের মধ্যে ঘর থেকে বের হওয়া ঢাকামুখী যানবাহনগুলোর যাত্রীদের কাগজপত্র দেখছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। বলদাখাল, কুমিল্লার দাউদকান্দি, ১০ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২১
সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে যশোর অন্যতম। এখানে করোনা সংক্রমণের হার প্রতিদিনই হু হু করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষার জন্য মানুষের চাপ। করোনা পরীক্ষা করাতে মানুষের দীর্ঘ লাইন। যশোর জেনারেল হাসপাতাল, ১০ জুলাই।
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ২১
পুরোনো গাড়ির ফাটল ধরা কাচ ভাঙার কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাজের জন্য ১৫০ টাকা মজুরি পান তাঁরা। দাউদকান্দি, কুমিল্লা, ১০ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২১
নিজ বাড়িতে ঢোকার জন্য দিনমজুর আবদুল মোতালিবের নেই কোনো সড়ক। তাই চলাচলের জন্য বাজার থেকে ৩ হাজার ৮০০ টাকায় একটি নৌকা কিনে রিকশা ভ্যানে বাড়ি নিয়ে যাচ্ছেন তিনি। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১০ জুলাই ।
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২১
পাবনায় বিধিনিষেধ চলাকালে বিপাকে পড়েছেন দুধ বিক্রেতারা। ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন এক বিক্রেতা। লিটারপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয় এই দুধ। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ১০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
কঠোর বিধিনিষেধ চলছে। তাই হাটে না গিয়ে খামার থেকে কোরবানির পশু পছন্দ করছেন এক নারী। কাহালুর দরগাহাটের একটি খামারে, বগুড়া, ৯ জুলাই।
ছবি: সোয়েল রানা
১২ / ২১
পদ্মা-যমুনা নদীর মোহনায় শুক্রবার মধ্যরাতে জেলেরা ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি ধরেন। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২১
রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অমৃতা বেগমের দেহ শনাক্তের জন্য ঢামেক মর্গে ডিএনএ নমুনা দিতে এসেছে তাঁর মেয়ে সোমা আক্তার (৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১০ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৪ / ২১
প্রতিদিনই পাবনায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। গণপরিবহন না থাকায় নছিমনে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। সংক্রমণের ঝুঁকিও বাড়ছে শ্রমিকদের। লালপুর-ঈশ্বরদী সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
ভুট্টা মাড়াই শেষে বাড়ির পাশে মাঠে রোদে শুকাচ্ছেন গৃহবধূরা। প্রতিমণ ভুট্টা ১১০০ টাকা দরে বাজারে বিক্রি হয়। উফাজ উদ্দিন মুন্সির ডাঙ্গি, ফরিদপুর সদর, ১০ জুলাই।
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
পাহাড়েও লটকনের চাষ হয়। বাগানের লটকন বিক্রির জন্য বাজারের পথে নিয়ে যাচ্ছেন সুশান্ত তঞ্চঙ্গ্যা (৩০)। সোনারাম কার্বারীপাড়া, মগবান, রাঙামাটি, ১০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২১
নৌকায় করে কাজে কাজে বেরিয়েছেন স্বামী-স্ত্রী। সঙ্গে নিয়েছে কোলের শিশুকেও। বাদাঘাট, চেঙ্গেরখাল, সিলেট, ১০ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
কোরবানির ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। খৈয়াছড়া, মিরসরাই, চট্টগ্রাম ১০ জুলাই
ছবি: ইকবাল হোসেন
১৯ / ২১
কোপা আমেরিকা ফুটবল ফাইনাল ব্রাজিল-আর্জেন্টিনা খেলা সামনে রেখে পতাকা বিক্রি জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। আকার অনুসারে ১৫০ থেকে ৩০০ টাকায় পতাকা বিক্রি করছেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১০ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২১
ডকইয়ার্ডে পণ্যবাহী জাহাজ মেরামতের ও রং করার কাজে ব্যস্ত শ্রমিক। কেরানীগঞ্জ, ঢাকা, ৯ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
২১ / ২১
৬ মাসের শিশু তাকবীরকে সড়কের পাশে দোকানের ওপর ঘুম পাড়িয়ে মা সুমি আক্তার পান-সিগারেট বিক্রি করেন। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা, ১০ জুলাই।
ছবি: সাজিদ হোসেন