এক ঝলক (১১ মে, ২০২১)

১ / ২১
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন নগরবাসী। জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন, ফেরিতে উঠছেন। শিমুলিয়া, মাওয়া, ১১ মে
ছবি: সাজিদ হোসেন
২ / ২১
টিকার দ্বিতীয় ডোজ নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৩ / ২১
পিকআপে মুরগির খাঁচায় বসে বাড়ি যাচ্ছেন তাঁরা। মির্জাপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১১ এপ্রিল।
ছবি: প্রথম আলো
৪ / ২১
কুমিল্লা নগরের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে সড়কগুলো এখন জনস্রোতে পরিণত হয়েছে। রাজেশ্বরী কালীবাড়ির সামনের সড়ক, কুমিল্লা, ১১মে
এম সাদেক
৫ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। গৌরীপুর বাসস্ট্যান্ড, দাউদকান্দি, ১১ এপ্রিল
ছবি: প্রথম আলো
৬ / ২১
৪০ দিনের শিশু ইমাম হোসেন আর শারীরিক প্রতিবন্ধী ইমাম হাসানকে নিয়ে কুমিল্লায় বাড়ি ফিরতে গিয়ে বিপাকে মা আকলিমা বেগম। সড়কে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়িতে উঠতে পারেননি। সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ১১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৭ / ২১
উন্মুক্ত করা হলো মেট্রোরেলের কোচ। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ১১ মে
ছবি: সাইফুল ইসলাম
৮ / ২১
অনেকের ঈদের কেনাকাটা হয়ে গেছে। এখন শেষ সময়ে চলছে নতুন পোশাকের সঙ্গে মানানসই টুপি কেনা। বগুড়া, ১১ মে
ছবি: সোয়েল রানা
৯ / ২১
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। মানছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। চলছে কার আগে কে কিনবে, সেই প্রতিযোগিতা। নিউ মার্কেট, কুমিল্লা, ১১ মে
এম সাদেক, কুমিল্লা
১০ / ২১
সবুজ পাতা বুলবুলি বা হরবোলা পাখি। রাঙামাটি সদরের লিচুবাগান এলাকা, ১১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
মোটরসাইকেল, পিকআপ ভ্যান, ট্রাকসহ নানা যানবাহনে অতিরিক্ত খরচ করে বাড়ি ফিরছেন তাঁরা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
১২ / ২১
পরিবার–পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছেন তাঁরা। দৌলতদিয়া, ১১ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২১
রাজধানীতে স্বস্তির বৃষ্টি। তেজগাঁও, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৪ / ২১
বকেয়া বেতন, বোনাস ও ছুটির দাবিতে রাজধানীর বিন্নী গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। দক্ষিণ কমলাপুর, ১১ মে
ছবি: দীপু মালাকার
১৫ / ২১
ঈদে বাড়ি ফিরতে যানবাহনের জন্য সড়কে অপেক্ষা করছে মানুষ। চন্দ্রা, গাজীপুর, ১১ মে
ছবি: মাসুদ রানা
১৬ / ২১
বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য শত শত নারী-পুরুষ ভোর থেকে সোনালী ব্যাংক চত্বরে লাইনে দাঁড়িয়ে আছেন। ময়মনসিংহ, ১১ মে
ছবি: আনোয়ার হোসেন
১৭ / ২১
করোনার কারণে লকডাউনে দূরপাল্লার যান চলাচল বন্ধ। তাই পণ্যবাহী ট্রাকেই লুকিয়ে গাদাগাদি করে বাড়ি ফিরছে মানুষ। রংপুর-ঢাকা মহাসড়ক, রংপুর, ১১ মে
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
গ্রীষ্মের তপ্ত রোদে ১২ কিলোমিটার পথ হেঁটে পাহাড় থেকে শাকসবজি সংগ্রহ করে ফিরছেন বরেণ বালা ত্রিপুরা (৬২)। দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া 10. করোনা সংক্রমণ রোধে গণপরিবহন এখনো বন্ধ। তারপরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। আমিনবাজার, গাবতলী, ঢাকা, ১১ মে
ছবি: আশরাফুল আলম
১৯ / ২১
অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালাচ্ছেন এক চালক। আমিনবাজার, গাবতলী, ঢাকা, ১১ মে
ছবি: আশরাফুল আলম
২০ / ২১
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর আলোর পাঠশালা মাঠে প্রথম আলো ট্রাস্ট ত্রাণ দিচ্ছে। ভোলা, ১১ মে
ছবি: নেয়ামতউল্যাহ
২১ / ২১
করোনার দুর্যোগকালে রংপুরের কেরানির হাট হাইস্কুল মাঠে দুস্থ ও অসহায় মানুষজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। মঙ্গলবার, ১১ মে, রংপুর
ছবি: আইএসপিআর