এক ঝলক (১২ জুলাই ২০২১)

১ / ১৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম স্থগিত করে অগ্নিকাণ্ডে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের মালিবাগের সিআইডি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। সেই নোটিশের ছবি তুলছেন অনেকেই। ঢাকা, ১২ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৬
গতকাল রোববার ডিএনএ নমুনা দিয়ে ছিলেন ১২ বছরের মোহাম্মদ হাসানের বাবা ফজলুর রহমান। আজ আবার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে ছিলেন ছেলের খবর নিতে। এ সময় একমাত্র ছেলের শোকে বারবার মূর্ছা জান মা নাজমা বেগম। ঢাকা, ১২ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৬
টিসিবির পণ্যভর্তি প্রতিটি ট্রাকের পেছনেই দীর্ঘ লাইন, ঘেঁষাঘেঁষি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন গ্রাহকেরা। ময়মনসিংহ রেলস্টেশন, ১২ জুলাই।
ছবি: আনোয়ার হোসেন
৪ / ১৬
রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ মানববন্ধন করে।
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৬
চুয়াডাঙ্গায় ডেডিকেটেড করোনা হাসপাতালের দ্বিতীয় তলায় করোনা আইসোলেশন ওয়ার্ডের পাশেই চলছে টিকাদান–সংক্রান্ত কার্যক্রম। চুয়াডাঙ্গা, ১২ জুলাই।
ছবি: শাহ আলম
৬ / ১৬
কঠোর বিধিনিষেধের মধ্যেও জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাত্রী-চালকদের কাগজপত্র পরীক্ষা করছেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ সেলিম শেখ। এ সময় কুমিল্লার বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা-গৌরীপুর-হোমনা সড়ক, আঙ্গাউড়া, কুমিল্লা, ১২ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৬
কঠোর বিধিনিষেধে পাড়ার রাস্তা ফাঁকা পেয়ে টায়ার নিয়ে খেলায় মেতেছে শিশুটি। স্টেশন রোড, সিলেট, ১২ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে লোকজন ঘর থেকে বের হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে রাঙামাটি শহরে এসেছেন তাঁরা। কেনা শেষে দ্রুত গ্রামে ফেরা। ডিঙি নৌকায় বসানো ইঞ্জিন চালিয়ে গন্তব্যে ছুটেছেন। বনরূপা সমতাঘাট এলাকা, রাঙামাটি, ১২ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৬
সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় আনারসের ভালো ফলন হয়। এসব আনারস সিলেটের বিভিন্ন বাজারে পাওয়া যায়। ট্রাকে করে আনারস নামানো হচ্ছে ফলের আড়তে। প্রতি হালি আনারস আকার ও মানভেদে বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়। কদমতলী এলাকা, সিলেট, ১২ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
মাতুল ব্যাপারী মূলত ট্রলার চালাতেন। করোনার লকডাউনে সে কাজ বন্ধ হয়ে গেলে মৌসুমি ফল বেচে পরিবারের খরচ চালান। আজ তাঁর এলাকা রূপসা থেকে আঁশফল এনে বিক্রি করছেন। প্রতি এক শ ফল ৮০ থেকে ১৫০ টাকা করে বিক্রি করছেন মাতুল। ডাকবাংলা, খুলনা, ১২ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
টুংটাং শব্দে মুখরিত কুমিল্লা নগরের চকবাজার কামারপট্টি। কোরবানির ঈদকে সামনে রেখে এখন প্রতিটি কারিগর ব্যস্ত সময় পার করছে দা-বঁটি বানাতে। কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘গত বছর করোনার কারণে ব্যবসা হয়নি। এ বছরও চলছে কঠোর লকডাউন। জানি না ব্যবসা কেমন হবে?’ কুমিল্লা, ১২ জুলাই।
ছবি: এম সাদেক
১২ / ১৬
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের চলমান বিধিনিষেধের আজ ১২তম দিন। দিন যতই যাচ্ছে সড়কে মানুষ ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। বিমানবন্দর সড়ক, উত্তরা, ১২ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ১৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকার জন্য দীর্ঘ সারি। অপেক্ষা করছেন প্রবাসীসহ সাধারণ মানুষ। ঢাকা, ১২ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৬
সিলেটে বেড়েই চলছে করোনাভাইরাস প্রাদুর্ভাব। প্রতিদিন নমুনা পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত হচ্ছে। সিলেটে করোনা বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা জমা দিতে আসা মানুষের ভিড়। এখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নেই সামাজিক দূরত্ব। সিলেট, ১২ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
কুমিল্লা আদর্শ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রা মহোৎসব ২০২১ শুরু হয়ে নগরের গুন্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয়। জগন্নাথপুর এলাকা, কুমিল্লা, ১২ জুলাই।
ছবি: এম সাদেক
১৬ / ১৬
ষাটোর্ধ্ব সেলিম বেশ কিছুদিন ধরে অসুস্থ। শ্বাসকষ্ট নিয়ে নগরীর বসুপাড়া থেকে খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে এসেছেন করোনার নমুনা দিতে। অ্যাম্বুলেন্স থেকেই তাঁর নমুনা নিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। খুলনা, ১২ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন