৬০ বছর বয়সী নূর হোসেন পিরোজপুরের ভান্ডারিয়ার একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন তিন দিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল করোনা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু নূর হোসেনের স্বজনেরা জেনেছেন, বরিশালে করোনা রোগীর চাপ বেশি। আর খুলনায় চাপ কম, বেডও ফাঁকা। তাই নূর হোসেনকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। খুলনা ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ১২ আগস্টছবি: সাদ্দাম হোসেন