এক ঝলক (১২ আগস্ট,২০২১)

১ / ১৮
চিরচেনা যানজটের শহর ঢাকা আবার একই রূপে। শিশুমেলা, শ্যামলী, ১২ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৮
সারা দেশে প্রথম ধাপে চলা গণটিকা কার্যক্রমের শেষ দিনে ছিল মানুষের ভিড়। সরকারি কর্মচারী হাসপাতাল কেন্দ্র, ঢাকা, ১২ আগস্ট
ছবি: দীপু মালাকার
৩ / ১৮
বিধিনিষেধ শেষ হওয়ার দ্বিতীয় দিনে রাজধানীতে সকাল থেকেই ছিল যানজট। হানিফ ফ্লাইওভার, গুলিস্তান এলাকা, ১২ আগস্ট
ছবি: দীপু মালাকার
৪ / ১৮
দু-তিন দিন আগে যাঁরা কাউন্সিলরের কাছে ভোটার আইডি কার্ড জমা দিয়েছেন, তাঁরা আজ টিকা নেওয়ার জন্য ভিড় করে সিরিয়াল সংগ্রহ করছেন। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, দনিয়া রোড, ১২ আগস্ট
ছবি: দীপু মালাকার
৫ / ১৮
প্রচণ্ড রোদে জমিতে মই দিচ্ছেন এক চাষি। তামপাট, রংপুর, ১২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৮
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড টিকার প্রথম ডোজের শেষ দিনে টিকাদানকেন্দ্রে টিকা গ্রহণে ভিড় করেন মানুষ। ফরিদপুর জেনারেল হাসপাতাল, ১২ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
শিকার ধরতে ডানা মেলে দ্রুত উড়াল দিয়েছে শিকারি বাজ পাখিটি। ঘাগড়া বগাপাড়া, কাউখালী, রাঙামাটি, ১২ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের দামাল ছেলেরা। সুজাবাদ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১২ আগস্ট
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
বগুড়া-বাগবাড়ি-ধুনট সড়কের সদ্য সংস্কার করা হয়েছে। বাঙ্গালী নদীর শাখার পাশ দিয়ে চলা সংস্কার করা সড়টিতে ফাটল ধরেছে। ঝুঁকি নিয়েই চলছেন যানবাহন ও পথচারীরা। নিজগ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১২ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
বিধিনিষেধ শেষে ধানমন্ডি লেকে পেডল বোটে দর্শনার্থীরা। ঢাকা, ১১ আগস্ট
ছবি: শামসুল হক
১১ / ১৮
ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৩-এর মহাখালী কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীদের কোভিড-১৯-এর টিকা দেওয়া হচ্ছে। ঢাকা, ১২ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৮
জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন ও মিছিল করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। ঢাকা, ১২ আগস্ট
ছবি: দীপু মালাকার
১৩ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে তিন চাকার যানসহ অন্যান্য নিষিদ্ধ যানবাহন। কেউ কেউ চলছে উল্টো পথে। মহাসড়কে ঝুঁকির সঙ্গে বাড়ছে যানজট। কেওডালা, মদনপুর, নারায়ণগঞ্জ, ১২ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৮
কমলাপুর রেলস্টেশনে টিকিট নিতে মানুষের দীর্ঘ লাইন। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ঢাকা, ১২ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৮
করোনা মহামারির কারণে বিধিনিষেধের সময়ে সেশন চার্জসহ সব ফি মওকুফের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (২০১৮-১৯) শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চৌমাথা, বরিশাল নগর, ১২ আগস্ট
ছবি: সাইয়ান
১৬ / ১৮
৬০ বছর বয়সী নূর হোসেন পিরোজপুরের ভান্ডারিয়ার একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন তিন দিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল করোনা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু নূর হোসেনের স্বজনেরা জেনেছেন, বরিশালে করোনা রোগীর চাপ বেশি। আর খুলনায় চাপ কম, বেডও ফাঁকা। তাই নূর হোসেনকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। খুলনা ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ১২ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি স্থান মজিদ শেখের পাড়ায় গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বালুভর্তি টিউব বস্তাসহ আরও প্রায় ১০০ মিটার নদীতে বিলীন হয়েছে। গৃহবধূ নাসিমা বেগমের ভিটার অর্ধেক রাতে ভেঙে গেছে। কোথায় যাবেন, তার খোঁজে স্বামী গেছেন বাইরে। এই ফাঁকে ভাঙা বসতভিটায় বসে রান্না করছেন তিনি। রাজবাড়ী, ১২ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১৮ / ১৮
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা খেয়াঘাট থেকে জামথল পর্যন্ত সি-ট্রাক সার্ভিস চালু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঘাটপাড়ে আসছেন উৎসুক মানুষ। কালীতলা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১২ আগস্ট
ছবি: সোয়েল রানা