আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মেঘ, বৃষ্টি ও রোদের লুকোচুরি আরও কয়েক দিন চলবে। বরিশালেও মঙ্গলবার রাত থেকে বইছে বাতাস এবং সকাল থেকে চলছে মেঘ আর রোদের লুকোচুরি। মেঘলা আবহাওয়ার কারণে দালানকোঠা আর গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা জমে আছে। বরিশাল, ১২ জানুয়ারিছবি: সাইয়ান