মশার অসহনীয় উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবিতে ভাড়াটিয়া পরিষদ মানববন্ধন করে। এ সময় সংগঠনটির এক সদস্য মশারির ভেতরে মশা মারার চেষ্টার অভিনয় করেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১২ মার্চছবি: আশরাফুল আলম
২ / ৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫১টি নারী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। ঢাকা, ১২ মার্চছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৫
করোনা সংক্রমণ গত কয়েক দিনে বাড়লেও অনেকেই অসচেতন। গাদাগাদি করে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তাঁরা। কারও মুখে মাস্ক নেই। আলিপুর, ফরিদপুর, ১২ মার্চছবি: আলীমুজ্জামান
৪ / ৫
চুপটি বসে কাঠবিড়ালি। রমনা পার্ক, ঢাকা, ১২ মার্চছবি: হাসান রাজা
৫ / ৫
কাঁঠালবাগানে আগুনে বসতঘরের সবকিছু হারিয়েছেন এই নারী। ঢাকা, ১২ মার্চছবি: শুভ্র কান্তি দাশ