এক ঝলক (১৪ সেপ্টেম্বর, ২০২০)

১ / ৪
মধুর টানে বুনো ফুলে এসেছে প্রজাপতি। তারাপুর চা-বাগান, সিলেট শহরতলি, ১৩ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ৪
শীতের সবজি মুলা এবার আগেভাগে বাজারে চলে এসেছে। প্যাকেটজাত করা হচ্ছে মুলা। পরে তা চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। সাতমাইল, যশোর, ১৩ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ৪
মালবোঝাই ট্রাকে চড়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন শ্রমিকেরা। যশোর-কুষ্টিয়া মহাসড়ক, বারীনগর, ১৩ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ৪
বিহঙ্গ পরিবহনের গাড়িটি বিকল হওয়ায় যানজট লেগে যায়। পাশে সরু জায়গা দিয়ে বিআরটিসির দোতলা বাস যাওয়ার চেষ্টা করে। এ কারণে বেশ কিছুক্ষণ কারওয়ান বাজার থেকে ফার্মগেটগামী সড়ক স্থবির হয়ে যায়। কারওয়ান বাজার, ঢাকা, ১৪ সেপ্টেম্বর
ছবি: শুভংকর কর্মকার