প্রচণ্ড দাবদাহে পথচারীরা তৃষ্ণা মেটাতে ফুটপাতের বিভিন্ন দোকানের লেবুর শরবত, বেল, পেঁপে, আখ, মাল্টা, আঙুরের ঠান্ডা জুস পান করছেন। এসব পানীয়কে চিকিৎসকেরা বলছেন অস্বাস্থ্যকর ও দূষিত। তাঁদের মতে, এসব শরবত-জুস পানে তৃষ্ণা মিটলেও স্বাস্থ্যহানির ঝুঁকি বাড়ছে। সদরঘাট ঢাকা, ১ এপ্রিলছবি: হাসান রাজা