এক ঝলক ( ১ এপ্রিল, ২০২১)

১ / ১৩
করোনা সংক্রমণ ঠেকাতে পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সিট ফাঁকা রেখে যাত্রী বসার কথা। তবে বাসে ওঠার সময় সেসব মানা হচ্ছে কমই। যাত্রাবাড়ী, ১ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২ / ১৩
করোনাভাইরাস প্রতিরোধ করতে নগরের রাস্তায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে। নগরের গোলপুকুরপাড় এলাকায়। ১ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
৩ / ১৩
রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ১ এপ্রিল, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১৩
করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। সদরঘাট, ঢাকা, ১ এপ্রিল
ছবি: হাসান রাজা
৫ / ১৩
পাকুড় ফল খেতে এসেছে হরেক রকমের পাখি। সাজেক পর্যটন কেন্দ্র এলাকা, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
করোনার সংক্রমণের এড়াতে গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলছে। আজ সকালে ফার্মগেট থেকে ছবিটি তোলা
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৩
সকালে খবরের কাগজ পড়ছেন এক নিরাপত্তাকর্মী। ১ এপ্রিল, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৩
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে সরকারি আদেশ মোতাবেক। সড়ক ফাঁকা। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্র এলাকায় তোলা। ১ এপ্রিল, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়ার কারণে উবার-পাঠাওয়ের মোটরসাইকেলচালকেরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ করেন। পল্টন, ঢাকা, ১ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৩
নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হলো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের করোনা টেস্ট। অপেক্ষায় সাধারণ মানুষ। ১ এপ্রিল
ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৩
প্রচণ্ড দাবদাহে পথচারীরা তৃষ্ণা মেটাতে ফুটপাতের বিভিন্ন দোকানের লেবুর শরবত, বেল, পেঁপে, আখ, মাল্টা, আঙুরের ঠান্ডা জুস পান করছেন। এসব পানীয়কে চিকিৎসকেরা বলছেন অস্বাস্থ্যকর ও দূষিত। তাঁদের মতে, এসব শরবত-জুস পানে তৃষ্ণা মিটলেও স্বাস্থ্যহানির ঝুঁকি বাড়ছে। সদরঘাট ঢাকা, ১ এপ্রিল
ছবি: হাসান রাজা
১২ / ১৩
সংক্রমণ রোধে রাইড শেয়ারিং বন্ধ করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বিভিন্ন মোটরসাইকেলে রাইড শেয়ার করা চালকেরা। ঢাকা, ১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
হাওরের ধনু নদে মাছ শিকারে ব্যস্ত দুই শিশু। গতকাল বুধবার কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ি এলাকার তোলা
হাওরের ধনু নদে মাছ শিকারে ব্যস্ত দুই শিশু। গতকাল বুধবার কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ি এলাকার তোলা