হাইমচরের চরভৈরবী থেকে মতলবের ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকায় জাটকা রক্ষা অভিযান সফল করতে জেলা প্রশাসক নেতৃত্বে নৌ র্যালি। চাঁদপুর, ১ মার্চছবি: আলম পলাশ
২ / ১৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থানীয় নেতা-কর্মীরা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল ১ মার্চছবি: সাইয়ান
৩ / ১৮
সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী আজ। কুমিল্লা নগরের কাত্যায়নী কালীবাড়িতে বিভিন্ন বয়সের নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পূজা দিতে। কুমিল্লা, ১ মার্চছবি: এম সাদেক
৪ / ১৮
ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকামুখী পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি। ফেরির অপেক্ষায় গাড়ির লম্বা লাইন। গোয়ালন্দ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ মার্চছবি: এম রাশেদুল হক
৫ / ১৮
গাঁদা ফুলে মৌমাছির আনাগোনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১ মার্চছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মাস বরণে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। শোভাযাত্রায় অংশ নেওয়া একজনের দেওয়া লাল-সবুজের পতাকা আর টুপি মাথায় পরেছে সুবিধাবঞ্চিত শিশু স্বপন আহমদ। সিলেট, ১ মার্চছবি: আনিস মাহমুদ
৭ / ১৮
কুমিল্লা নগরের কাপ্তানবাজার পাক্কার মোড় এলাকায় হাওয়াই মিঠাই তৈরি করেন আরিফুল ইসলাম ও মোজাম্মেল হক। প্রতিদিন প্রায় ৪০০টি হাওয়াই মিঠাই তৈরি করেন তাঁরা। কুমিল্লা, ১ মার্চছবি: এম সাদেক
৮ / ১৮
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) অপর চার সদস্য। সাভার, ১ মার্চছবি: প্রথম আলো
৯ / ১৮
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে উপজেলার সুন্দলপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড়। জুরানপুর, দাউদকান্দি, কুমিল্লা। ১ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৮
দিনের আলোতে শিকারের খোঁজে এক খুঁড়ুলে প্যাঁচা। এরা কোটরে, খোঁড়লে বা খুঁড়ুলে প্যাঁচা নামেও পরিচিত। গোধূলিলগ্ন থেকে রাতভর শিকার চলে তাদের। কাচারিপাড়া, পাবনা, ১ মার্চছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
নদীর পাড়ে চিলঘুড়ি ওড়ানো খেলায় মেতেছে দুই শিশু। তোলারাম মোড়, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ। ১ মার্চছবি: দিনার মাহমুদ
১২ / ১৮
রাজশাহী ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আলুপট্টি, রাজশাহী, ১ মার্চছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৮
শিমুলগাছের ডালে কাঠবিড়ালি। বনবিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ মার্চছবি: পলাশ বড়ুয়া
১৪ / ১৮
সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ মন্দির। এ মন্দিরে শিবলিঙ্গে জল ও দুধ ঢালতে এবং পূজা দিতে পুণ্যার্থীদের ভিড়। স্বাভাবিক সময়ে চন্দ্রনাথধামে পৌঁছে আবার সমতলে ফিরতে চার ঘণ্টা সময় লাগে। কিন্তু মেলায় তা ৬-৮ ঘণ্টা সময় লাগে। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ মার্চছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৫ / ১৮
ফুটেছে আগুনরঙা পলাশ ফুল। মধুর টানে ছুটে এসেছে কাঠঠোকরা পাখি। সবুজ ডোরা কাঠঠোকরা বা রেখাকণ্ঠ নামেও এদের ডাকা হয়। বানাইল এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১ মার্চছবি: সোয়েল রানা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রাচীনতম গ্রামীণ হাট সালুটিকর। সপ্তাহে দুই দিন খোলা মাঠে হাট বসে এই বাজারে। স্থানীয় সব পণ্য বিকিকিনি চলে দিনভর। ১ মার্চছবি: আনিস মাহমুদ