এক ঝলক ( ২০ জুলাই, ২০২১)

১ / ১৫
ঈদ উদ্‌যাপনে বাড়ির উদ্দেশে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২০ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
২ / ১৫
রাজধানী ছেড়েছে সাধারণ মানুষ। তাই ঢাকা শহর হয়েছে ফাঁকা। কাকরাইল, ঢাকা, ২০ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৫
রাত পোহালেই ঈদ। ঈদে কোরবানি দিতে হাট থেকে গরু কিনে ফেরা। টেকনিক্যাল মোড়, ঢাকা, ২০ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তাই সকাল থেকে নগরের পশুর হাটে মানুষের ভিড়। সাগরিকা পশুর হাট, চট্টগ্রাম, ২০ জুলাই।
ছবি: জুয়েল শীল
৫ / ১৫
ঈদের আগের দিন সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ। পাটুরিয়ার তিন নম্বর ঘাট, ২০ জুলাই।
ছবি: আব্দুল মোমিন
৬ / ১৫
মসজিদে হবে ঈদের জামাত। তাই চলছে ধোয়ামোছার কাজ। জেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র, কাচারিবাজার, রংপুর, ২০ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
বাড়ি ফিরতে রীতিমতো প্রতিযোগিতা করে লঞ্চে উঠছেন যাত্রীরা। শিমুলিয়া ঘাট, মাওয়া, ২০ জুলাই।
ছবি: প্রথম আলো
৮ / ১৫
দেশের কয়েকটি স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কলাপাড়ার বদরপুর, পটুয়াখালী, ২০ জুলাই।
ছবি: প্রথম আলো
৯ / ১৫
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কে যানজট। ভোগান্তিতে ঘরমুখী মানুষ। কালিহাতী, টাঙ্গাইল, ২০ জুলাই।
ছবি: প্রথম আলো
১০ / ১৫
পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িমুখী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নেমেছে দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, রাজবাড়ী, ২০ জুলাই।
ছবি: রাশেদুল হক
১১ / ১৫
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহার কৃষক আবুল হোসেন গোল্ডেন ক্রাউন (হলুদ) জাতের তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। এ তরমুজ গ্রীষ্মকালীন হিসেবে পরিচিত হলেও শীত মৌসুম ছাড়া সারা বছর চাষ করা যায়। ছদাহার ঠাকুরদিঘি, সাতকানিয়া, চট্টগ্রাম, ২০ জুলাই।
ছবি: মামুন মুহাম্মদ
১২ / ১৫
ঈদের আগে শহরে যানজট নিরসনে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এ সময় কোনো পথচারীর মুখে মাস্ক না থাকলে তাঁকে মাস্ক উপহার দেওয়া হয়। কিন্তু হেলমেটবিহীন চলাচলের জন্য দেওয়া হয় মামলা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ জুন।
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
গরু আছে, ক্রেতা নেই। প্রত্যাশার চেয়ে কমেছে গরুর দাম। হতাশ বিক্রেতারা। ভাদুঘর গরুর বাজার, ব্রাহ্মণবাড়িয়া, ২০ জুলাই।
ছবি: শাহাদৎ হোসেন
১৪ / ১৫
দুর্ঘটনার পর ট্রাক বিকল হলে সবাইকে নামিয়ে দেওয়া হয়। এই ট্রাকে করে গাজীপুরের মাওনা এলাকায় একটি কারখানার কয়েকজন শ্রমিক পরিবার নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে যাচ্ছিলেন। পরে তাঁরা অন্য একটি ট্রাকে ওঠেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দেওহাটা, মির্জাপুর, ২০ জুলাই।
ছবি: প্রথম আলো
১৫ / ১৫
সিলেট নগরের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর জন্য ঘাস নিয়ে বসেছেন বিক্রেতারা। জেলরোড, সিলেট, ২০ জুলাই।
ছবি: আনিস মাহমুদ