এক ঝলক (২২ এপ্রিল, ২০২১)

১ / ১৪
করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যাও দিনদিন বেড়েই চলছে। তাই শিশু হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঢাকা শিশু হাসপাতাল, ২২ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২ / ১৪
করোনাভাইরাসের মধ্যে টিসিবির পণ্য সংগ্রহের জন্য সাধারণ মানুষেরা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। মুগদা, ২২ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৪
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের শুরু থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় ফাঁকা রয়েছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল। ফাঁকা টার্মিনালে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় চালক। সিলেট, ২২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
বর্ধিত লকডাউনে সিলেট নগরের বিভিন্ন এলাকায় দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। নগরের কদমতলী ফলের আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে ট্রাকে তুলছেন কারবারি। সিলেট, ২২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
বুধবার রাতে ঝোড়ো হাওয়ায় নুইয়ে পড়েছে কৃষক আবদুল রাজ্জাক মল্লার ৪০ শতাংশ জমির আধা পাকা বোরো ধান। আর সপ্তাহখানেক পরই তিনি এই ধান ঘরে তুলতে পারতেন। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত নুইয়ে পড়া ধান পরখ করছেন তিনি। ফরিদপুর সদর উপজেলার গদাধর ডাঙ্গি এলাকা, ২২ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৪
সাঁতার শেখানোর জন্য সন্তানের দুই কাঁধে প্লাস্টিকের বোতল দিয়ে সুরক্ষা ব্যবস্থা তৈরি করে দিঘিতে নেমেছেন বাবা-ছেলে। ধর্মসাগর দিঘি, কুমিল্লা, ২২ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ১৪
করোনার মধ্যে চলছে স্লুইসগেট নির্মাণকাজ। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করছেন শ্রমিকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। চাক্তাই খাল, চট্টগ্রাম, ২১ এপ্রিল
ছবি: জুয়েল শীল
৮ / ১৪
উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেলের জেটি থেকে ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছে বগি। ঢাকা, ২২ এপ্রিল
ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৪
লকডাউনে থেমে নেই পণ্যবাহী ট্রেন চলাচল। স্পেশাল পার্সেল এক্সপ্রেসে করে মাছ, শুঁটকি, আসবাবপত্র ও ফলসহ নানা পণ্য পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। লকডাউনের সময় সাধারণ পরিবহনে ভাড়া বেশি হওয়ায় ট্রেনে কম খরচে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম রেলস্টেশন, ২১ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
১০ / ১৪
চট্টগ্রাম থেকে আসা রডবোঝাই ট্রাকটি রাঙামাটি সদরের মানিকছড়ি পাহাড়ে ওঠার সময় অর্ধেক উল্টে পড়ে আছে সড়কে। শ্রমিকেরা মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। রাঙামাটি, ২২ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৪
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বৌলাই এলাকায় হাতি দিয়ে সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি করছে দুই মাহুত। ২২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৪
দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ নানা প্রয়োজনে বের হয়েছে মানুষ। মতিঝিল, ঢাকা, ২২ এপ্রিল
ছবি: হাসান রাজা
১৩ / ১৪
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে মুভমেন্ট পাসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করছেন পুলিশ সদস্যরা। ফার্মগেট, ঢাকা, ২২ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৪
দেশজুড়ে লকডাউনে বন্ধ গণপরিবহন। বন্ধ পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। আয়রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ঘোড়াগুলো নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছেন এসব গাড়ির চালক আর মালিকেরা। চাঁনখারপুল ঢাকা, ২২ এপ্রিল
ছবি: হাসান রাজা