লকডাউনে থেমে নেই পণ্যবাহী ট্রেন চলাচল। স্পেশাল পার্সেল এক্সপ্রেসে করে মাছ, শুঁটকি, আসবাবপত্র ও ফলসহ নানা পণ্য পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। লকডাউনের সময় সাধারণ পরিবহনে ভাড়া বেশি হওয়ায় ট্রেনে কম খরচে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম রেলস্টেশন, ২১ এপ্রিলছবি: সৌরভ দাশ