১ / ১৫
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে ই-অরেঞ্জের গ্রাহকদের মৎস্য ভবন মোড়ে বাধা দেয় পুলিশ। ঢাকা, ২৩ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে প্রধান ব্যস্ততম সুভাষ বোস অ্যাভিনিউতে চলছে ওয়াসার পানির পাইপ বসানোর কাজ। এতে সড়কের বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত গাড়ি গর্তে আটকে ছিল। লক্ষ্মীবাজার, পুরান ঢাকা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আশিকুজ্জামান
৩ / ১৫
করলাখেতে মাচা বানাচ্ছেন এক কৃষক। চুপিনগর, শাজাহানপুর,বগুড়া, ২৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চরে শত শত একর জমিতে শীতের সবজি মুলার আগাম চাষ করেছে স্থানীয় কৃষকেরা। আমতলী, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৫
নিচু জমিতে আটকা পড়েছে বন্যার পানি। সেই পানিতে গাছের ডালপালা ফেলে সেখানে মাছের অভয়াশ্রম করার চেষ্টা করছেন দুই জেলে। ভাটবাউর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২৩ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
৬ / ১৫
এই পেঁপের নাম রেডলেডি। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১৫
রাঙামাটির পর্যটকদের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে এক সপ্তাহ ধরে। পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দিলেও ঝুঁকি নিয়ে পার হচ্ছেন অনেকেই। ডিয়ার পার্ক, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৫
মস্ত জালটি বুনেছে ছোট মাকড়সাটি। মানিকছড়ি সেতু, রাঙামাটি শহরতলি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৫
ওত পেতে বসে আছে দুটি পানকৌড়ি। বিলাইছড়িপাড়া, রাঙামাটি শহরতলি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৫
সকাল থেকে প্রবাসীরা টিকা নেওয়ার জন্য অপেক্ষা করেন। প্রবাসীদের উপচে পড়া ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যদের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। পাঁচ দিন ধরে হাসপাতালের করিডরে থেকেই চিকিৎসা নিচ্ছেন জামাল নামের এই রোগী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৩ সেপ্টেম্বর।
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৫
সিলেট থেকে ট্রলারে করে আসা বালু নামানোর কাজ করছেন শ্রমিকেরা। গাবতলী, ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৫
করোনাকালে নানা সময়ে নিষেধাজ্ঞা ছিল গণপরিবহনের চলাচলে। ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন বাস তৈরি কারখানার শ্রমিকেরা। সব চালু হওয়ায় নতুন করে কাজে ফিরেছেন তাঁরা। তবে নতুন বাস তৈরির চেয়ে পুরোনো বাস সংস্কার ও রঙের কাজ এখন বেশি হচ্ছে। এসব কারখানায় একটি নতুন বাস তৈরি করতে খরচ পড়ে ১২ থেকে ২০ লাখ টাকা। গাছাপাড়া, পাবনা, ২৩ সেপ্টেম্বর
ছবি: হাসান মাবুদ
১৪ / ১৫
দাঁড়ানোর ও বসার কোনো ব্যবস্থা না থাকায় শৌচাগারের সামনে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে করোনার টিকা নিতে আসা নানা বয়সী মানুষের। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৩ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৫ / ১৫
বিশ্ব হার্ট দিবস: ‘হৃদয় দিয়ে হৃদ্‌যন্ত্রের যত্ন নিন’ শীর্ষক প্রথম আলো এবং এসকেএফ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলো কার্যালয়, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন