করোনাকালে নানা সময়ে নিষেধাজ্ঞা ছিল গণপরিবহনের চলাচলে। ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন বাস তৈরি কারখানার শ্রমিকেরা। সব চালু হওয়ায় নতুন করে কাজে ফিরেছেন তাঁরা। তবে নতুন বাস তৈরির চেয়ে পুরোনো বাস সংস্কার ও রঙের কাজ এখন বেশি হচ্ছে। এসব কারখানায় একটি নতুন বাস তৈরি করতে খরচ পড়ে ১২ থেকে ২০ লাখ টাকা। গাছাপাড়া, পাবনা, ২৩ সেপ্টেম্বরছবি: হাসান মাবুদ