শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজিত ‘শরৎ উৎসব ১৪২৮’ নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। ঢাকা, ২৪ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
২ / ১২
দই বসানোর মাটির পাত্র তৈরি করে রোদে শুকাচ্ছেন এক ব্যক্তি। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৩ / ১২
মাছ শিকারের আশায় ডালে বসেছে এক পানকৌড়ি। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৪ / ১২
জলবায়ু পরিবর্তন রোধে সেভ ফিউচার বাংলাদেশ নামের এক সংগঠনের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা ২৪ সেপ্টেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১২
গোমতী নদীর চরে মুলার চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। প্রতি কেজি মুলা পাইকারি ৩৫ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। আমতলী, আদর্শ সদর, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৬ / ১২
বৃষ্টির কারণে পুকুরের পানি খেতে প্রবেশ করেছে। তাই বড়শি ফেলে সে মাছ ধরার চেষ্টা করছেন দুই ব্যক্তি। নূরনগর, খুলনা শহর, ২৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
দুর্গাপূজা সামনে রেখে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পী নরেন্দ্র নাথ পাল। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৪ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৮ / ১২
খেত থেকে পুঁইশাকের বিচি সংগ্রহ করছেন এক নারী। ওয়াগগা ত্রিপুরাছড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
শরতের কাশবনে বেড়াতে এসেছে দুই কিশোরী। রাজবন বিহার, রাঙামাটি শহর, ২৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা।
১০ / ১২
বাঁশের তৈরি খাঁচা নিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। গড়েরমাথা, মিঠাপুকুর, রংপুর, ২৪ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে প্রীতিলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ নারীমুক্তি কেন্দের সদস্যরা। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বরছবি: জাহিদুল করিম
১২ / ১২
রংপুরের গঙ্গাচড়া থেকে আসা মোশারফ হোসেন সন্তানকে কোলে নিয়ে এক পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষায় আছেন। কারণ, এই কেন্দ্রে চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁর স্ত্রী। ইডেন কলেজ, ঢাকা, ২৪ সেপ্টেম্বরছবি: জাহিদুল করিম