বাংলাদেশের আলোকচিত্রকলা জগতের পুরোধা ব্যক্তিত্ব আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বেগার্ট ফটোগ্রাফি শিক্ষাকেন্দ্র। বিশিষ্ট আলোকচিত্রী মাকসুদুল বারীকে ‘আলোকচিত্রাচার্য এম এ বেগ পদকে’ সম্মানিত করা হয়। এলিফ্যান্ট রোড, ঢাকা, ২৬ জুলাই। ছবি: প্রথম আলো
বৃক্ষপ্রেমী সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি তাঁর সরকারি বাসভবন চত্বরে ও ঘরের ছাদে গড়ে তুলেছেন দেশি-বিদেশি ফুল ও ফলের বাগান। কমলাপুর, ফরিদপুর, ২৫ জুলাই। ছবি: আলীমুজ্জামান
৪ / ২১
সূর্য উঠেছে। মৎস্যশিকারিরাও তাঁদের কাজ শুরু করেছেন। ১০ জুলাইয়ের এই ছবিটি ২৫ জুলাই প্রকাশ করেছে রয়টার্স। ছবি: পেম্বা, মোজাম্বিক, রয়টার্স।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের নতুন মেয়র মো. জাহাঙ্গীর আলমকে আজ শপথ বাক্য পাঠ করান। গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা। ছবি: ফোকাস বাংলা
৭ / ২১
ভারতের ১০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার তথ্য নিয়ে খুলনায় একদিনের মেলার আয়োজন করে এশিয়াজ লিডিং এডুকেশন ফেয়ার অর্গানাইজার। ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থী এসেছিল প্রয়োজনীয় তথ্য জানতে। খুলনার সিটি ইন হোটেল, ২৬ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন।
৮ / ২১
বৃষ্টিতে হাঁটু পানি। চট্টগ্রামবাসীর জন্য এ চিরচেনা রূপ। বহদ্দারহাট বাড়াইপাড়া, চট্টগ্রাম, ২৬ জুলাই। ছবি: জুয়েল শীল
৯ / ২১
নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড দেখিয়েছে নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। কুলাউড়া পৌর শহর, মৌলভীবাজার, ২৬ জুলাই। ছবি: কল্যাণ প্রসূন
১০ / ২১
রাজধানীতে বিকেলের বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর বড় পোস্টার মেলে ধরে এক যুবক। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১১ / ২১
বাদ্যযন্ত্রের খুচরা ও পাইকারি বিক্রির দোকানে তবলা বানানোর কাজ করছেন এক কর্মী। পিতল, কাঠ আর চামড়া দিয়ে তৈরি এক জোড়া তবলা খুচরা বাজারে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত কিনতে পাওয়া যায়। শাঁখারী বাজার, ২৬ জুলাই। ছবি: দীপু মালাকার
গত কয়েক দিনের বৃষ্টিপাতে রাজধানীর বেশ কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে। বাসাবাড়িতে নোংরা, কাদা-পানি ওঠায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। যাঁরা থাকছেন, তাঁরা নিজেরা পানি সেচে এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করছে। পশ্চিম মোহাম্মদবাগ, কদমতলী, ২৬ জুলাই। ছবি: দীপু মালাকার
১৪ / ২১
সন্তানদের স্কুল থেকে বাসায় আনতে অভিভাবকেরা নিশ্চিন্তে ভরসা রাখেন ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার কাজে থাকা স্কুল কোচের চালকদের ওপর। কিন্তু তাঁদের সচেতনতার যথেষ্ট অভাবও দেখা যায়। মহাসড়কে উল্টো পথ দিয়ে চলছে এ স্কুল কোচ, জায়গা না থাকায় পেছনে ঝুলে যাচ্ছে এক ছাত্র। দনিয়া, ঢাকা, ২৬ জুলাই। ছবি: দীপু মালাকার
১৫ / ২১
১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশের অংশ হিসেবে পারফরম্যান্স আর্টের মাধ্যমে জঙ্গি হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়কে এভাবেই স্মরণ করলেন শিল্পী সঞ্জয় চক্রবর্তী। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা, ২৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
আবর্জনা ফেলে দিন দিন ভরাট করে ফেলা হচ্ছে ওয়াসা ‘সংরক্ষিত’ মান্ডা খাল। দক্ষিণ মান্ডা, মুগদা, ঢাকা, ২৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১৭ / ২১
সেদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বিকেলে ভারী বৃষ্টি নামে। বৃষ্টির ছাঁট থেকে বাঁচার চেষ্টা এক তরুণের। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
সিলেট সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে দুই সমর্থক প্রচারণায় অংশ নেন—ভৈরব থেকে আসা আছির মিয়া ও নুরুল ইসলাম। দুজনেই চুল কেটে তৈরি করেছেন নৌকা প্রতীক। নেচে-গেয়ে ভোট চাচ্ছেন তাঁরা। ছড়ারপার এলাকা, সিলেট, ২৬ জুলাই। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
আছির মিয়া ও নুরুল ইসলাম সিলেটে এসেছেন ভৈরব থেকে। উদ্দেশ্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে ভোট চাওয়া। ছড়ারপার এলাকা, সিলেট, ২৬ জুলাই। ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
কাপ্তাই হ্রদের একটি অংশ ভাঙতে ভাঙতে নির্মাণাধীন শহীদ মিনারটির কাছে চলে এসেছে। উপজেলা পরিষদ কার্যালয় এলাকা, নানিয়ারচর, রাঙামাটি, ২৬ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১
আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী। পিটিআইয়ের প্রধান ইমরান খানকে এভাবেই সম্বোধন করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম। ছবি: টুইটার