এক ঝলক (২৭ জুলাই, ২০২১)

১ / ১৪
মধু আহরণে মৌটুসি পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৭ জুলাই।
ছবি: সোয়েল রানা
২ / ১৪
ঝুট কাপড়ে রং করে রোদে শুকানো হচ্ছে। চর শিবরামপুর, হেমায়েতপুর, পাবনা, ২৭ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। তাঁদের কাগজপত্র পরীক্ষা করছে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ। দাউদকান্দি, ২৭ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৪
ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। নেই স্বাস্থ্যবিধি। গাজীপুর, ২৭ জুলাই।
ছবি: মাসুদ রানা
৫ / ১৪
করোনার প্রভাবে রাজধানীতে চলছে কঠোর বিধিনিষেধ। চলছে তল্লাশি। জাহাঙ্গীরগেট, ঢাকা, ২৭ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
৬ / ১৪
রাজধানীতে সম্প্রতি বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ২৭ জুলাই।
ছবি: দীপু মালাকার
৭ / ১৪
রাহুল শেখের ইজিবাইকের গা ঘেঁষে উঠে গেছে লতানো গাছ। শুধু লতানো গাছই নয়, নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়েছেন গাড়িতে। সড়কে চলার সময় অনেকেরই নজর কাড়ে তাঁর এই যান। বয়রা মেইন রোড, খুলনা, ২৭ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
লকডাউনে যানবাহন না পেয়ে ভ্যান ভাড়া করে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মা ও স্ত্রীর সঙ্গে কামরাঙ্গীরচরে যাচ্ছেন মো. মানিক। শেরেবাংলা নগর, ঢাকা, ২৭ জুলাই।
ছবি: দীপু মালাকার
৯ / ১৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা দেওয়ার জন্য প্রবাসীদের দীর্ঘ লাইন। মঙ্গলবার সকালে, ঢাকা, ২৭ জুলাই, ঢাকা।
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৪
প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগা দৃষ্টিপ্রতিবন্ধী পলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ডেমরা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ভাই ফিরোজ। অ্যাম্বুলেন্সের ভেতরে বোনের কষ্ট কিছুটা লাঘব করতে তারঁ পা ধরে বসে আছেন তিনি। ঢাকা, ২৭ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৪
বিনা মূল্যে মাস্ক বিতরণ করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। রাজশাহী, ২৭ জুলাই।
ছবি: প্রথম আলো
১২ / ১৪
লকডাউন কার্যকর করতে প্রশাসনের তৎপরতা। মৌলভীবাজার, ২৭ জুলাই।
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
মুষলধারে বৃষ্টি থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। ঢাকা, ২৭ জুলাই, ঢাকা।
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৪
কঠোর বিধিনিষেধের মধ্যে সব যান চলাচল বন্ধ থাকলেও সড়ক এখন রিকশার দখলে। মিরপুর ১০, ঢাকা, ২৭ জুলাই।
ছবি: আশরাফুল আলম