দল বেঁধে দিঘির জলে সাঁতরে বেড়াচ্ছে বাদামি রঙের হাঁস। সামান্য শব্দ পেলেই ঝাঁক বেঁধে উড়াল দিচ্ছে পাখিগুলো। একসঙ্গে উড়তে থাকলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। বাদামি এই হাঁসের নাম সরালি বা পাতি সরালি। খামারকান্দি ইউনিয়নের গরফার বিল, শেরপুর উপজেলা, বগুড়া, ২৭ নভেম্বরছবি: সোয়েল রানা