এক ঝলক (২৭ নভেম্বর, ২০২১)

১ / ১২
সারা দেশে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। কুমিল্লা, ২৭ নভেম্বর।
ছবি: এম সাদেক
২ / ১২
নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবি জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৭ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১২
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক। মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকা, কুষ্টিয়া, ২৭ নভেম্বর
ছবি: তৌহিদী হাসান
৪ / ১২
টঙ্গীর হাজী মাজার বস্তিতে লাগা আগুনে ধ্বংসস্তূপের সামনে বাসিন্দারা। কেউ কেউ খুঁজে চলেছেন পুড়ে যাওয়া জিনিসপত্র। গাজীপুর, ২৭ নভেম্বর।
ছবি: আল-আমিন
৫ / ১২
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ সড়কে অবরোধ ও বিক্ষোভ করেন। মিরপুর সড়ক, ২৭ নভেম্বর।
ছবি: সাজিদ হোসেন
৬ / ১২
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় বিচার, নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহবাগ এলাকায় বিক্ষোভ করে। ঢাকা, ২৭ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাস
৭ / ১২
দুর্গম পাহাড়ে ত্রিপুরা জনগোষ্ঠীর মাচাংবাড়ি। বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই ১০ নম্বর এলাকা, রাঙামাটি, ২৭ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
দল বেঁধে দিঘির জলে সাঁতরে বেড়াচ্ছে বাদামি রঙের হাঁস। সামান্য শব্দ পেলেই ঝাঁক বেঁধে উড়াল দিচ্ছে পাখিগুলো। একসঙ্গে উড়তে থাকলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। বাদামি এই হাঁসের নাম সরালি বা পাতি সরালি। খামারকান্দি ইউনিয়নের গরফার বিল, শেরপুর উপজেলা, বগুড়া, ২৭ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১২
পানি কমেছে সুরমা নদীর। পানি কমে যাওয়ায় নদীর বিভিন্ন স্থানে চর জেগে উঠছে। তেমন একটি চরে আটকে যাওয়া নৌকা ঠেলে সরাচ্ছে তিন কিশোর। কুশিঘাট এলাকা, সিলেট, ২৭ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
রংপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী মিনি ইজতেমা। হাজীরহাট, নগর, রংপুর, ২৭ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
নাগরিক ফোরামের উদ্যোগে ‘সমুদ্রে সার্বভৌমত্ব: আইনি অধিকারে কত দূর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জাতীয় প্রেসক্লাব, ২৭ নভেম্বর
ছবি: খালেদ সরকার
১২ / ১২
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির এক অংশের মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাব, ২৭ নভেম্বর
ছবি: খালেদ সরকার