এক ঝলক (২৭ ফেব্রুয়ারি, ২০২১)

১ / ৮
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা
ছবি: পিআইডি
২ / ৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্তে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ’ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে থেকে গ্রহণ করেন। এ সময় শেখ রেহানাও উপস্থিত ছিলেন। শনিবার, ২৭ ফেব্রুয়ারি
ছবি: পিআইডি
৩ / ৮
গতকাল শুক্রবার মধ্যরাতে ভারী কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দুই ঘণ্টা ফেরি বন্ধ ছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় ঢাকাগামী বিভিন্ন গাড়ি। দৌলতদিয়া ঘাট, ২৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৪ / ৮
পাহাড়ি ত্রিপুরা নারী, তরুণী ও শিশুরা সাজগোজ করতে বেশ পছন্দ করেন। কন্যাশিশুরাও কম নয়। জানালার পাশে ছোট আয়নার সামনে সেজে চলেছে। পাশে অন্য শিশু দেখছে। নয়মাইল মিলন কারবারীপাড়া, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি, ২৭ ফেব্রুয়ারি
ছবি: নীরব চৌধুরী
৫ / ৮
দুর্গম পাহাড় থেকে ঝাড়ুফুল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন পাহাড়ি এই নারী। ১০ থেকে ১০টি ফুল দিয়ে আঁটি বেঁধে ১০–১২ টাকায় বিক্রি করেন। জামতলী এলাকা, খাগড়াছড়ি সদর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: নীরব চৌধুরী
৬ / ৮
খুলনা মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ আজ শনিবার। সমাবেশে সহিংসতার আশঙ্কায় খুলনা বাস মালিক সমিতি ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সাতক্ষীরা যাবেন বলে ছেলের মোটরবাইকে বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন ফাতেমা বেগম, বাধ্য হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৮
শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলা ও কারাগারে লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৮ / ৮
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ২৭ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার