প্রতি সপ্তাহের দুই দিন শুক্র ও সোমবার বসেছে কবুতর বেচাকেনার হাট। চলে সন্ধ্যা পর্যন্ত। নগরের বিভিন্ন এলাকাসহ সদর উপজেলা থেকেও লোকজন কবুতর বেচাকেনা করতে আসেন এই হাটে। নানা জাতের কবুতর বেচাকনা চলে এই হাটে। কবুতরের দাম জাত ও আকারভেদে ৪০০ টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত। কাশিপুর বাজার, বরিশাল, ২৮ জানুয়ারিছবি: সাইয়ান