এক ঝলক (৩০ আগস্ট ২০২১)

১ / ১৪
মুলাখেতে সার ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। পল্লীমঙ্গল হাট এলাকা, বগুড়া সদর, ৩০ আগস্ট
ছবি: সোয়েল রানা
২ / ১৪
আকাশে সাদা মেঘের ভেলা আর সারি সারি সাদা কাশফুলই জানান দিচ্ছে শরতের উপস্থিতি। চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকায় আদিগন্ত বিস্তৃত এই সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। শিশু-কিশোরেরাও শরতের এই সময়ে কাশবনে মেতে ওঠে নানা খেলায়। চট্টগ্রাম, ৩০ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৩ / ১৪
এক জুমচাষি কলার কাঁদি ভাঁড় নিয়ে বিক্রির জন্য রওনা দিয়েছেন গন্তব্যে। মোনতলা কিজিং এলাকা, রাঙামাটি, ৩০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৪
মাটিতে বসে আছে এক জোড়া প্রজাপতি। মোনতলা কিজিং এলাকা, রাঙামাটি, ৩০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্রোতের তোড়ে ভেঙে যাচ্ছে বিস্তীর্ণ চরাঞ্চল। বেড়া পাঁচবাড়িয়া চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩০ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১৪
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলপনা দিয়ে বেদি প্রস্তুত করতে ব্যস্ত ভক্তরা। শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, বরিশাল, ৩০ আগস্ট
ছবি: সাইয়ান
৭ / ১৪
বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছয় গ্রামের মানুষকে। সরিষাবাড়ীর গাছ বয়ড়া এলাকা, জামালপুর, ৩০ আগস্ট
ছবি: শফিকুল ইসলাম
৮ / ১৪
কুমিল্লা ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর এলাকার মিথুন ভূঁইয়া মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হওয়ায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাগ্রত মানবিকতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মিথুন ভূঁইয়ার মা শিরিন আক্তার ছেলে হত্যার বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন। কুমিল্লা, ৩০ আগস্ট
ছবি: এম সাদেক
৯ / ১৪
বিদ্যালয় বন্ধ দীর্ঘদিন। দল বেঁধে জলাশয়ে মাছ ধরতে যাচ্ছে শিশুরা। খটখটিয়া, রংপুর, ৩০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
ট্রলারে করে ডিঙি নৌকা হাটে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। আটঘর কুড়িয়ানা খাল, নেছারাবাদ পিরোজপুর, ৩০ আগস্ট
ছবি: এ কে এম ফয়সাল
১১ / ১৪
লাল টকটকে মরিচ বিকিকিনির জন্য রোদে শুকানো হচ্ছে। মরিচ বাছাইয়ের কাজ করছেন শ্রমিকেরা। শিমুলতাইর, সরিষাবাড়ী, ৩০ আগস্ট
ছবি: শফিকুল ইসলাম
১২ / ১৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের ইয়াকুব নগর এলাকায় গেটম্যানবিহীন লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে যাওয়া একটি পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখী ট্রেনের ধাক্কা। চট্টগ্রাম, ৩০ আগস্ট
ছবি: সংগৃহীত
১৩ / ১৪
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে ‘ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিক্টিমস অব ইনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সেস’ দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক বরিশালের আয়োজনে ভুক্তভোগীদের স্বজনদের মানববন্ধন। বিবির পুকুরপাড়, সদর রোড, বরিশাল নগর, ৩০ আগস্ট
ছবি: সাইয়ান
১৪ / ১৪
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাবার ছবি হাতে শিশু মার্জিয়া স্বস্তিকা। ঢাকা, ৩০ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ