রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা, ৩০ নভেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ২২
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ। নয়াপল্টন, ঢাকা, ৩০ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২২
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার সামনে সড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা, ৩০ নভেম্বরছবি: আশরাফুল আলম
৪ / ২২
বিআরটিএ ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে ‘নিরাপদ সড়ক আন্দোলন-২০২১’ ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চেয়ারম্যানবাড়ী, নতুন বিমানবন্দর সড়ক, ৩০ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২২
নিত্যব্যবহার্য ও খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফরওয়ার্ড পার্টি। ঢাকা, ৩০ নভেম্বরছবি: দীপু মালাকার
৬ / ২২
জেব্রা ক্রসিং দিয়ে পথচারী পারাপারের সময়ও ধৈর্য ধরতে চান না যানবাহনের চালকেরা। শান্তিনগর মোড়ে অভিভাবকের সঙ্গে নিরাপদে সড়ক পার হতে চলন্ত যানবাহন থামানোর চেষ্টা করছেন এক শিক্ষার্থী। ঢাকা, ৩০ নভেম্বরছবি: দীপু মালাকার
৭ / ২২
ফুটতে শুরু করেছে রূপে অপরূপ শীতের ফুল কসমস। ময়নামতি জাদুঘর বাগান, কুমিল্লা, ৩০ নভেম্বরছবি: এম সাদেক
৮ / ২২
পাবনা-কুষ্টিয়া জেলার মাঝ দিয়ে বয়ে চলা পদ্মার পানি শুকিয়ে চর জেগেছে। তৈরি হয়েছে চলাচলের পথ। সকালের আলো ফুটতেই শুরু হয়েছে কৃষকের কর্মব্যস্ততা। সেই পথে ঘোড়ার গাড়িতে করে চরের মাঠ থেকে ধইঞ্চা সংগ্রহ করে ঘরে ফিরছেন তিনি। পদ্মা ঘাট, পাবনা, ৩০ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৯ / ২২
শহর থেকে বেতের তৈরি দোলনা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ভ্যানচালক। বনানী এলাকা, বগুড়া, ৩০ নভেম্বরছবি: সোয়েল রানা
১০ / ২২
চাঁপাইনবাবগঞ্জে পৌর নির্বাচন চলছে। ভোটার উপস্থিতিও ভালো। নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, ৩০ নভেম্বরছবি: আনোয়ার হোসেন
১১ / ২২
২ ডিসেম্বর পার্বত্য চুক্তি দিবস এবং এ চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে বরিশাল নগরের বিভিন্ন সড়ক। পাহাড় ও পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে একটি কাঠামো। নাজিরপোল, বরিশাল নগর, ১ ডিসেম্বর।ছবি: সাইয়ান
১২ / ২২
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্যাপক কলার আবাদ হয়। কলা বিক্রির জন্য সকালে চণ্ডীহারা এলাকায় হাট বসে। হাটে বেচাকেনা হওয়া কলা ট্রাকে তোলা হচ্ছে। চণ্ডীহারা এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১ ডিসেম্বর।ছবি: সোয়েল রানা
১৩ / ২২
হলদে পাখি। এরা কুটুম পাখি নামেও পরিচিত। হলদে পাখি বাংলাদেশের সব অঞ্চলে দেখা যায়। তবে উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। উপশহর এলাকা, বগুড়া শহর, ১ ডিসেম্বর।ছবি: সোয়েল রানা
১৪ / ২২
রাজবাড়ীতে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ। পান্না চত্বর, রাজবাড়ী, ১ ডিসেম্বর।ছবি: প্রথম আলো
১৫ / ২২
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে পঞ্চগড় থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দল। মিঠাপুকুর, পঞ্চগড়, ১ ডিসেম্বর।ছবি: রাজিউর রহমান
১৬ / ২২
উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত পড়তে শুরু করেছে। তাই পাবনায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরির কারিগরদের। লেপ তৈরির আগে ভালোভাবে তুলো ধুনো করায় ব্যস্ত এক কারিগর। দাপুনিয়া, পাবনা, ১ ডিসেম্বর।ছবি: হাসান মাহমুদ
১৭ / ২২
কুয়াশা ভেদ করে আলো ছড়াচ্ছে সুয্যিমামা। রেললাইনের পথ ধরে বাড়ির পাশে দোকানে যাচ্ছেন এই নারী। রামানন্দপুর, পাবনা, ১ ডিসেম্বর।ছবি: হাসান মাহমুদ
১৮ / ২২
সড়ক দুর্ঘটনা নিয়ে চলছে ছাত্রদের আন্দোলন। অন্যদিকে সড়কে গাড়ি চালাতে গিয়ে আগে–পরে যাওয়া নিয়ে দুই গাড়িচালকের মারামারি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি সামলাতে তৎপর। নয়াপল্টন, ১ ডিসেম্বর।ছবি: সাজিদ হোসেন
১৯ / ২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে সেলফি আর ছবি তুলে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১ ডিসেম্বর।ছবি: তানভীর আহাম্মেদ
২০ / ২২
বাসা পরিবর্তনের সময় ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে করে মালামাল নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। রামপুরা ব্রিজ এলাকা, ঢাকা, ১ ডিসেম্বর।ছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২২
নিরাপদ সড়কের ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সড়কে অবস্থান করে শিক্ষার্থীদের বিক্ষোভ। রামপুরা ব্রিজ এলাকা, ঢাকা, ১ ডিসেম্বর।ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২২
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আতশবাজি। হাতিরঝিল, ঢাকা, ১ ডিসেম্বর।ছবি: প্রথম আলো