ব্যাটারিচালিত তিন চাকার যান আটক করার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা, বরিশাল নগর, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো
২ / ১৩
রাষ্ট্রায়ত্ত ২৫টি বন্ধ পাটকলের মধ্যে খুলনার পাঁচটি পাটকলে বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি করতে গেলে পথেই বাধা দেয় পুলিশ। পরে নির্ধারিত স্থানের আগেই অবস্থান করেন শ্রমিকেরা। খালিশপুর-দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিআইডিসি সড়ক, খুলনা, ৩১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করছেন পর্যটকেরা। কংলাক পাহাড়, সাজেক পর্যটন, বাঘাইছড়ি, রাঙামাটি, ৩১ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
বাড়িতে শিশুটিকে কারও কাছে রাখার সুযোগ না থাকায় কোলের শিশুকে নিয়ে মাঠে কাজ করতে গেছেন এই নারী। কাজ শেষে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় ছবিটি তোলা। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
দহের (খাল) পানি শুকিয়ে গেছে। সেখানে সেচ দিয়ে হালচাষ করা হচ্ছে। কৃষকেরা বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। খাউরার দহ, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৩১ ডিসেম্বরছবি: সোয়েল রানা
কুমিল্লায় চলছে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা। গতকাল বৃহস্পতিবার মেলাটি শুরু হয়। বিকেল চারটায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। টাউন হল মাঠ, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: এম সাদেক
করোনার প্রকোপ থেকে এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে মানুষ। ভ্রমণপিপাসুদের কাছে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এখন ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। বিলে ফুটে আছে অজস্র লাল শাপলা। ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, ৩১ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
কুয়াশায় ঘেরা সকালে খেলায় মেতেছে স্বাস্থ্যসচেতন একদল মানুষ। সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মৌলভীবাজার, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো
১২ / ১৩
চাপাতলী গ্রামের জেলে শরৎ চন্দ্র সরকারের নেতৃত্বে এলাকার ১৮ সদস্যের জেলের দল দুটি নৌকা নিয়ে উপজেলার বিভিন্ন প্রকল্পে বছরব্যাপী মাছ ধরছে। প্রত্যেক জেলেকে প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হয়। এক প্রকল্পের মাছ ধরা শেষ হলে নৌকা দুটি পিকআপযোগে অন্য প্রকল্পে নিয়ে যাওয়া হয়। আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা। ৩১ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৩
কুষ্টিয়ায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ভারল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বরছবি: তৌহিদী হাসান