বছরের অন্য সময়ের তুলনায় পবিত্র রমজানে বাজারে গুড়ের চাহিদা বেড়ে যায়। তাই বাজারে গুড়ের দোকানগুলোতে ক্রেতার ভিড়। মান অনুযায়ী প্রতি কেজি গুড় ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজার রোড, বরিশাল, ৩১ মার্চছবি: সাইয়ান
৩ / ১১
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের আয়োজনে ‘ফিসারিজ কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন। কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৩১ মার্চছবি: আনিস মাহমুদ
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। ঢাকা, ৩১ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১১
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে সড়ক অবরোধ করেন। এতে সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৩১ মার্চছবি: প্রথম আলো
৭ / ১১
রাজশাহীর গোদাগাড়ী নিমঘটু গ্রামের কৃষক হত্যার প্রতিবাদে ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পানিবণ্টন বৈষম্যের বিরুদ্ধে বাইসাইকেল নিয়ে মানববন্ধন করেন গ্রেভেটি রাইজারের সদস্যরা। আলুপট্টি মোড়, রাজশাহী, ৩১ মার্চছবি: শহীদুল ইসলাম
৮ / ১১
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে ডায়াবেটিক মেডিকেল কলেজের ছাত্রীর বাবার মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ফরিদপুর, ৩১ মার্চছবি: প্রথম আলো
৯ / ১১
করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। টিকাদান কর্মসূচিও চলছে জোর গতিতে। সব ডোজের টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন। তাই টিকাদানকেন্দ্রে ভিড় থাকছেই। ফরিদপুর জেনারেল হাসপাতাল কেন্দ্র, ফরিদপুর, ৩১ মার্চছবি: আলীমুজ্জামান
১০ / ১১
বইমেলার স্টলে বই দেখছে শিশুরা। বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার, ৩১ মার্চছবি: প্রথম আলো
১১ / ১১
নিজের বাড়ি থেকে চরে রোপণ করা ধানি খেতে যাতায়াতের জন্য মরা পদ্মার খাল পাড়ি দিতে হয়। যাতায়াতের জন্য খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো মেরামত করে নেওয়া হচ্ছে। নতুন পাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ মার্চছবি: এম রাশেদুল হক।