চট্টগ্রামের সিআরবির গাছ কেটে হাসপাতাল করার চুক্তি বাতিল ও সিআরবিকে ‘জাতীয় হেরিটেজ’ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করে সেভ ফিউচার বাংলাদেশ নামের একটি সংগঠন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
২ / ১৩
নিষিদ্ধ পলিথিন রোদে শুকানো হচ্ছে। এ পলিথিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। দাশেরবাড়ি, সরিষাবাড়ী, জামালপুর, ৩ সেপ্টেম্বরছবি: শফিকুল ইসলাম
৩ / ১৩
তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
৪ / ১৩
সারা দেশে বাড়ছে ডেঙ্গুর উপদ্রব। ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না, দেখা দিয়েছে সংকট। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
৫ / ১৩
সারা দেশে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটছে। রাজধানীর খিলগাঁও এলাকায় রেলক্রসিং এলাকায় লেভেল ক্রসিং না থাকায় চলন্ত ট্রেনের খুব কাছে গিয়ে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকে যানবাহন। খিলগাঁও, ঢাকা, ২ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
৬ / ১৩
সাপ্তাহিক ছুটির দিনে মৎস্য শিকার প্রতিযোগিতায় শৌখিন মৎস্যশিকারিরা। কলেজপাড়ার কলেজ দিঘি, কালীকচ্ছ ইউনিয়ন, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ৩ সেপ্টেম্বরছবি: বদর উদ্দিন
৭ / ১৩
আমন ধান (রোয়া-৪৯) রোপণ করছেন কৃষক। দাউদকান্দি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বরছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৩
সামনেই পদচারী-সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছে অনেক পথচারী। এ ধরনের অসচেতনতার জন্য প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। রায়েরবাগ, দনিয়া, ৩ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
৯ / ১৩
ওভারলক মেশিনে পাপোশের বর্ডার সেলাই করা হচ্ছে। পলেস্টার সুতা দিয়ে তৈরি এসব পাপোশ ২৫ থেকে ৪০০ টাকা পাইকারি দরে বিক্রি করা হয়। চাঁদমারী, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বরছবি: দিনার মাহমুদ
১০ / ১৩
খুলনার বয়রা থেকে মোস্তরমোড় বাইপাস লিংক সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে ভোগান্তিতে চলাচলকারীরা। রায়েরমহল, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
ধানখেতে চলছে কীটনাশক ছিটানোর কাজ। পালিচড়া, রংপুর, ৩ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
শীতের আগাম শাকসবজির বীজ বপনের জন্য জমি প্রস্তুত করছেন এক চাষি। ওয়াগগার মুরালিপাড়ায়, কাপ্তাই উপজেলা, রাঙামাটি ৩ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৩
বন্যায় রাস্তাঘাট, দোকানসহ সব তলিয়ে গেছে। তারপরও মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে বাজারে একটি দোকান খোলা রেখেছেন এক দোকানি। ইসলামপুর উপজেলা, জামালপুর ৩ সেপ্টেম্বর। বামনা বাজার এলাকা থেকে তোলাছবি: আব্দুল আজিজ