এক ঝলক (৪ মার্চ, ২০২২)

১ / ১৪
মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা, ৪ মার্চ
ছবি: দীপু মালাকার
২ / ১৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্রেপ্তার বিএনপি নেতা–কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব এলাকা, ৪ মার্চ
ছবি: আশরাফুল আলম
৩ / ১৪
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান। মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান, ৪ মার্চ
ছবি: দীপু মালাকার
৪ / ১৪
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। ঢাকা, ৪ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৪
শিল্পী কাজী রকিবের একক শিল্পকর্ম প্রদর্শনী। গ্যালারি কায়া, উত্তরা, ঢাকা, ৪ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৪
খালিশপুর-দৌলতপুর জুটমিলসহ পাঁচটি পাটকলের জাতীয় মজুরি স্কেল ২০১৫ পাওনা অনুযায়ী সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করার দাবিতে শ্রমিকদের অংশগ্রহণে খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটি শ্রমিক সমাবেশ করে। সমাবেশে স্লোগান দিচ্ছেন এক বদলি নারী পাটকলশ্রমিক। খালিশপুর পিপলস মোড়, খুলনা, ৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
তিস্তার চরে এখন মিষ্টিকুমড়া তোলার হিড়িক পড়েছে। সেই মিষ্টিকুমড়া মহিষের গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। গঙ্গাচড়া উপজেলার পূর্ব মহিপুর, রংপুর, ৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
কাপ্তাই লেকে শামুকখোল পাখি আসছে ঝাঁকে ঝাঁকে। লেকে শামুক, ঝিনুক, ছোট চিংড়ি ও মাছ খাদ্য হিসেবে পাওয়া যাচ্ছে বলে এ পাখির আগমন ঘটছে বেশ। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
চাঁদপুরের পদ্মা-মেঘনায় বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাঙনকবলিত এলাকার লোকজনের মানববন্ধন। রাজরাজেশ্বর, ৪ মার্চ
ছবি: প্রথম আলো
১০ / ১৪
পাটের উল্লেখযোগ্য বিক্রয়কেন্দ্র ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুরের হাট। প্রতি শুক্রবার এখানে পাটের হাট বসে। পাটের মৌসুম না থাকা সত্ত্বেও বাজারটিতে সারা বছরই বেচাকেনা চলে। ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৪
মসলার অন্যতম উপাদান ধনে ফুলে ফুলে মধুর সন্ধানে ঘুরছে মৌমাছি। পাবনার একটি শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করতে অনেক কৃষক ধনে চাষ করেন। মালিগাছা, পাবনা, ৪ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৪
দৃষ্টিপ্রতিবন্ধীরা এবার বইমেলায় বের করছেন কবিতার বই। তাঁদের রয়েছে নিজস্ব স্টল। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১৩ / ১৪
নগরের সুলতান আহমেদ চৌধুরী কলেজ এলাকায় হোসেন কমপ্লেক্স ভবনের পঞ্চম তলায় সাজ ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আহত এক কর্মীকে ভেতর থেকে বের করে আনা হয়। চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মিছিল করে হিল উইমেন্স ফেডারেশন। চেরাগি পাহাড় মোড়ে, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল