খালিশপুর-দৌলতপুর জুটমিলসহ পাঁচটি পাটকলের জাতীয় মজুরি স্কেল ২০১৫ পাওনা অনুযায়ী সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করার দাবিতে শ্রমিকদের অংশগ্রহণে খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটি শ্রমিক সমাবেশ করে। সমাবেশে স্লোগান দিচ্ছেন এক বদলি নারী পাটকলশ্রমিক। খালিশপুর পিপলস মোড়, খুলনা, ৪ মার্চছবি: সাদ্দাম হোসেন