মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে এক পরিবার। হাঁড়িপট্টি সড়ক, রংপুর, ৬ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
২ / ২৮
কঠোর বিধিনিষেধের মধ্যে বাইরে আসা যানবাহনের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাবুবাজার, ৬ জুলাই, ঢাকা।ছবি: দীপু মালাকার
৩ / ২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডের সঙ্গে আরেকটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সামনের অংশে আটকা পড়েন চালক মো. ইউনুস। গাড়ির লোহা কেটে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বড় তাকিয়া বাজার, ইউটার্ন, মিরসরাই, চট্টগ্রাম, ৬ জুলাই।ছবি: ইকবাল হোসেন
৪ / ২৮
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। এই বিধিনিষেধের মধ্যে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মেরুল বাড্ডা, ঢাকা, ৬ জুলাই।ছবি: আতিক মোহাম্মদ শরীফ
৫ / ২৮
বর্ষায় পাহাড়ি ছড়াগুলো পানিতে থইথই। হাতজালে মাছ ধরছেন এক ব্যক্তি। মানিকছড়ি সেতু, রাঙামাটি সদর, ৬ জুলাই ।সুপ্রিয় চাকমা
৬ / ২৮
সাপ্তাহিক হাটবারের দিন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করছেন যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকেরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ জুলাই।ছবি: পলাশ বড়ুয়া
৭ / ২৮
ব্যাংকের লেনদেন চলছে। ভিড় করেছেন গ্রাহকেরা। সোনালী ব্যাংক, স্টেশন সড়ক, রংপুর, ৬ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৮
খেতের মরিচ তুলছেন এক নারী। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি সদর, ৬ জুলাই।ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৮
রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন সাদেক আলী সরদার। সামান্য আয় থেকে পয়সা বাঁচিয়ে মাস্ক কিনে এভাবে ঝুলিয়ে রাখেন নিজের রিকশায়। যাত্রী ও পথচারীদের দেন, প্রচার করেন করোনা সচেতনতার বার্তা। গতকাল দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে।ছবি: দীপু মালাকার
ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ জুলাই ।ছবি: পলাশ বড়ুয়া
১২ / ২৮
বিধিনিষেধের ষষ্ঠ দিনে সিলেট নগরের বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ব্যক্তিদের খাদ্যসামগ্রী বিতরণ করছেন সেনাসদস্যরা। রিকাবীবাজার, সিলেট নগর, ৬ জুলাই ।ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৮
শুভ্র সতেজ চালতার ফুল। কুতুকছড়ি বাজার, রাঙামাটি শহর, ৬ জুলাই ।ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৮
পাইকারি ফলের আড়ত থেকে কাঁঠাল কিনে তা বিক্রির জন্য সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ঝালোপাড়া, সিলেট নগর, ৬ জুলাই ।ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৮
দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি। কঠোর বিধিনিষেধ চলাকালে সব বিপণিবিতান বন্ধ রাখার কথা থাকলেও তা মানছেন না অনেকেই। মাস্ক না পরে দোকান খুলে বসে আছেন বিক্রেতারা। রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম নগর, ৫ জুলাই।ছবি: সৌরভ দাশ
১৬ / ২৮
প্রতিদিনই বাড়ছে অক্সিজেনের চাহিদা। বাগেরহাট থেকে আনা অক্সিজেনের খালি সিলিন্ডার ভরার জন্য নিয়ে যাচ্ছে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান। সোনাডাঙ্গা, খুলনা, ৬ জুলাই।ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৮
কঠোর বিধিনিষেধ থাকায় দিনের বেলা প্রয়োজন ছাড়া বের হওয়া নিষেধ। তাই রাতের বেলা অলিগলি ঘুরে শাপলা বিক্রি করছেন ফুল বিক্রেতা রবিউল ইসলাম (৩০)। মেডিকেল মোড়, রংপুর নগর, ৫ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৮
বৃষ্টিতে বাড়ির পাশে ফসলের মাঠে পানি জমেছে। মাছ ধরার জন্য জাল নিয়ে আনন্দে মেতেছে শিশুরা। গয়ঘর, মৌলভীবাজার সদর, ৬ জুলাই।ছবি: আকমল হোসেন
১৯ / ২৮
করোনা চিকিৎসা নিতে গতকাল ভর্তি হয়েছিলেন নেহার বেগম (৫০)। তাঁর অক্সিজেনের মাত্রা কমে এলে তাঁকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা, ৬ জুলাই।ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৮
কঠোর বিধিনিষেধে যান চলাচল রোধে নগরের বিভিন্ন এলাকায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। হুমায়ূন রশীদ চত্বর, সিলেট নগর, ৬ জুলাই।ছবি: আনিস মাহমুদ
২১ / ২৮
করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন এক স্বাস্থ্যকর্মী। জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ, ৬ জুলাই।ছবি: খলিল রহমান
২২ / ২৮
মৌলির খেলার সঙ্গী এই গরু। ছোট বাছুর থেকেই তারা লালন–পালন করে বড় করেছে পর্বত নামের গরুটিকে। এবারের কোরবানির হাটে বিক্রি করা হবে। হাটপাড়া কাথুলি, মেহেরপুর, ৬ জুলাই।ছবি: আবু সাঈদ
২৩ / ২৮
পদ্মার পানি বাড়তে থাকায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটের র্যামের একাংশ তলিয়ে গেছে। ফলে ফেরিতে গাড়ি ওঠানামায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ জুলাই।ছবি: এম রাশেদুল হক
২৪ / ২৮
চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে চলাচল নিয়ন্ত্রণ করতে ঘরের বাইরে আসার কারণ জানতে চাইছেন সেনাবাহিনীর সদস্যরা। পলাশী, ৬ জুলাই।ছবি: দীপু মালাকার
২৫ / ২৮
পিকআপ ভ্যানে নতুন ফ্রিজ কিনে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। বিমানবন্দর সড়ক, ৬ জুলাই।ছবি: দীপু মালাকার
২৬ / ২৮
করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজে এসেছেন রোকেয়া বেগম। শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে অক্সিজেন মাস্ক পরানো হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ, ৬ জুলাই।ছবি: সাইফুল ইসলাম
২৭ / ২৮
অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। মিরপুর শাহ আলী থানা এলাকা, ঢাকা, ৬ জুলাই।ছবি: তানভীর আহাম্মেদ
২৮ / ২৮
খোলা রয়েছে পোশাকশিল্প কারখানা। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে কারখানা থেকে দুপুরের খাবার বিরতিতে বের হচ্ছেন পোশাকশ্রমিকেরা। মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা, ৬ জুলাই।ছবি: তানভীর আহাম্মেদ