এক ঝলক (৭ জুলাই ২০২১)

১ / ১৯
কোরবানি ঈদের কেনাবেচাকে সামনে রেখে খামারে গরুর পরিচর্যা করছেন এক খামারি। জামালপুর, ঠাকুরগাঁও সদর, ৭ জুলাই।
ছবি: মজিবর রহমান খান
২ / ১৯
করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে অক্সিজেনের চাহিদা। এ সময় রোগীদের ফোনে পাওয়ামাত্র শহর ও গ্রামে বাড়ি বাড়ি বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। স্কয়ার সড়ক, শালগাড়িয়া, পাবনা, ৭ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
ফেরি করে পাখি বিক্রি করেন মিজানুর রহমান। শালিক, টিয়াসহ নানা ধরনের পাখি আছে তাঁর কাছে। কিন্তু এসব পাখি ধরা ও বিক্রি করা আইনত অপরাধ জানা সত্ত্বেও তা মানছেন না তিনি। ক্লে রোড, খুলনা, ৭ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে সাপ্তাহিক হাট যাচ্ছেন দুই নারী। জুমের ফসল বিক্রি করতে হাটের উদ্দ্যেশে রওনা দিয়েছেন তাঁরা। লুম্বিনী সড়ক রাঙামাটি শহর, ৭ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা।
৫ / ১৯
মাছ ধরার আনন্দে মেতেছে দুই শিশু। কাপড় দিয়ে জাল বানিয়ে মাছ ধরার চেষ্টা করছে তারা। দক্ষিণ শালগাড়িয়া, পাবনা, ৭ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসহায়তা দেন রংপুরে সেনাবাহিনীর সদস্যরা। স্কুলের মাঠে ত্রাণ নিয়ে বসে আছেন এক নারী। রংপুর জিলা স্কুল, ৭ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
শ্বাসকষ্ট নিয়ে যশোরের বাঘারপাড়া থেকে গত সোমবার রাতে ষাটোর্ধ্ব রীনা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। জায়গা না থাকায় ওয়ার্ডের বাইরে খোলা আকাশের নিচে মাটিতে তাঁকে অক্সিজেন দিয়ে শুইয়ে রাখা হয়। যশোর জেনারেল হাসপাতালের সামনে, ৬ জুলাই।
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৯
ক্লান্ত হয়ে চলন্ত পিকআপ ভ্যানে কাঠের ওপর বিশ্রাম নিচ্ছেন দুই শ্রমিক। বনানী, ঢাকা, ৬ জুলাই।
ছবি: দীপু মালাকার
৯ / ১৯
করোনার সংক্রমণ ঠেকাতে আরও সাত দিন বাড়ানো হয়েছে লকডাউন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য মাইকিং করছেন এক সেনাসদস্য। সায়েন্স ল্যাব, ঢাকা, ৭ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৯
বিধিনিষেধের তোয়াক্কা না করে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল অনেকটাই বেড়েছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। শাহবাগ, ঢাকা, ৭ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৯
সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। তা অমান্য করে বাইরে বের হচ্ছে শিশু-কিশোরেরা। সাইকেল নিয়ে কসরত করছে তারা। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ, চট্টগ্রাম নগর, ৭ জুলাই।
ছবি: সৌরভ দাশ
১২ / ১৯
খাবারের সন্ধানে স্যাঁতসেঁতে দেয়ালে উঠেছে একটি গিরগিটি। মহারাজা স্কুল, দিনাজপুর, ৬ জুলাই।
ছবি: রাজিউল ইসলাম।
১৩ / ১৯
চলমান বিধিনিষেধের মধ্যে কচু নিয়ে বিক্রির আশায় সড়কের পাশে বসে আছেন এক ব্যক্তি। সোবহানীঘাট, সিলেট নগর, ৭ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
লকডাউনের সপ্তম দিন বিধিনিষেধ উপেক্ষা করে বেড়েছে মানুষের চলাচল। ৩ নম্বর রেলগুমটি, বগুড়া শহর, ৭ জুলাই।
ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
সড়কের পাশে জমে থাকা বৃষ্টির পানি সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে এক শিশু। ঠনঠনিয়া, বগুড়া শহর, ৬ জুলাই।
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
পাবনা জেনারেল হাসপাতালে তিন দিন ধরে ভর্তি এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। আইসিইউ না থাকা, অক্সিজেন সরবরাহের ত্রুটির অভিযোগ জানিয়ে রোগীর স্বজনেরা তাঁকে নিয়ে যান। করোনা ওয়ার্ড, জেনারেল হাসপাতাল, পাবনা, ৭ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
মাছের বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। কিন্তু মাস্ক পরে বাজারে যাওয়ার প্রতি উদাসীন অনেকেই। বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। দ্বিগু বাবুর বাজার নারায়ণগঞ্জ, ৭ জুলাই।
ছবি: দিনার মাহমুদ।
১৮ / ১৯
নছিমন থেকে হাটে নামানো হচ্ছে কোরবানির পশু। রাজশাহী সিটি হাট, ৭ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ১৯
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সোহাগপুর হাটে ডিঙির হাট বসেছে। নৌকা কিনতে ভিড় করেছেন লোকজন। বেলকুচিত, সিরাজগঞ্জ, ৭ জুলাই।
ছবি: আরিফুল গণি