কঠোর বিধিনিষেধে বন্ধ রয়েছে গণপরিবহন। ফাঁকা বাস টার্মিনাল। তবু সেখানে চা বিক্রি করতে এসেছেন এক চা–ওয়ালা। কদমতলী, সিলেট, ৯ জুলাইছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। আর এতে তলিয়ে গেছে বাড়িঘর। প্রয়োজনীয় মালপত্র নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন ফজলুল হক। বিনবিনা, কোলকোন্দ, গঙ্গাচড়া, রংপুর, ৯ জুলাইছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
মাছরাঙা পাখির বসার জায়গা দখল করেছে বসেছে বক। সেই ডালে বসার জন্য ছুটে আসছে মাছরাঙা। মুজগুন্নী, খুলনা, ৮ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
মাস্কের ক্রেতা নেই। তাই ফুটপাতে সংবাদপত্র পড়ছেন এক বিক্রেতা। সিটিপয়েন্ট, সিলেট নগর, ৯ জুলাইছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
নারায়ণগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অগ্নিকাণ্ডে ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়। কর্ণগোপ, রূপগঞ্জ, ৯ জুলাইছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৫
করোনায় আক্রান্ত হয়ে দুই দিন ধরে বাগেরহাটের সদর হাসপাতালে চিকিৎসা নেন রওশনারা (৬০) । কিন্তু আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তির জন্য আনা হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, ৯ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
করোনায় আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন ‘বন্ধুমহল’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হরিদাসপুর, গোপালগঞ্জ, ৯ জুলাইছবি: নতুন শেখ
১১ / ১৫
কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জরুরি কাজে বের হওয়া লোকজনের কাগজপত্র ও পাসপোর্ট দেখছেন পুলিশ সদস্যরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৯ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
বুড়িগঙ্গা নদীতে এখন স্বচ্ছ পানি। খেয়া পারাপার হচ্ছে পালতোলা নৌকায়। মিল ব্যারাক ঘাট, ঢাকা, ৯ জুলাইছবি: দীপু মালাকার
১৪ / ১৫
বাঁশ ও বেতের ঝুড়ি তৈরিতে ব্যস্ত এক বৃদ্ধ। নানা কাজে এই ঝুড়ির ব্যবহার হয়ে থাকে। কাটাছড়ি উত্তর গ্রাম, রাঙামাটি সদর, ৯ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৫
সারা দিন নগরের বিভিন্ন এলাকায় কুলা, ডালা, পাখা বিক্রি করেন এই ব্যক্তি। কঠোর বিধিনিষেধের এ সময় বিক্রি অনেকটাই কম। শাহজালাল উপশহর, সিলেট, ৯ জুলাইছবি: আনিস মাহমুদ