ছবিতে আজ (০৪ ডিসেম্বর ২০১৪)

১ / ১৭
নিউইয়র্ক সিটির রকফেলার সেন্টার গাইছেন সংগীত তারকা মারাইয়া ক্যারি। ছবিটি বুধবার তোলা। ৮২তম বার্ষিক রকফেলার ক্রিসমাস ট্রি লাইটিং উৎ​সব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এএফপি
নিউইয়র্ক সিটির রকফেলার সেন্টার গাইছেন সংগীত তারকা মারাইয়া ক্যারি। ছবিটি বুধবার তোলা। ৮২তম বার্ষিক রকফেলার ক্রিসমাস ট্রি লাইটিং উৎ​সব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এএফপি
২ / ১৭
মেক্সিকোতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে মেঝেতে শুয়ে বিক্ষোভ। ছবিটি বুধবার গুয়াদালাজানায় চলমান আন্তর্জাতিক বইমেলা থেকে তোলা। ছবি: এএফপি
মেক্সিকোতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে মেঝেতে শুয়ে বিক্ষোভ। ছবিটি বুধবার গুয়াদালাজানায় চলমান আন্তর্জাতিক বইমেলা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
সিলেটে বিউটি পার্লারকর্মী সুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার এবং অপহৃত শিশু স্নিগ্ধা দেবকে উদ্ধারের দাবিতে আজ দুপুরে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
সিলেটে বিউটি পার্লারকর্মী সুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার এবং অপহৃত শিশু স্নিগ্ধা দেবকে উদ্ধারের দাবিতে আজ দুপুরে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৪ / ১৭
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার এক নারী পছন্দের পণ্য কিনছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট।
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার এক নারী পছন্দের পণ্য কিনছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট।
৫ / ১৭
সড়ক দুর্ঘটনা বন্ধে পথচারীদের পদচারী সেতু ব্যবহারে উদ্বুদ্ধ করতে সম্প্রতি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ অনেক পদচারী সেতু নোংরা ও চলাচলের অনুপযোগী। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
সড়ক দুর্ঘটনা বন্ধে পথচারীদের পদচারী সেতু ব্যবহারে উদ্বুদ্ধ করতে সম্প্রতি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ অনেক পদচারী সেতু নোংরা ও চলাচলের অনুপযোগী। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৭
শীতকালের অতিথি পাখিরা এসে ভিড় জমিয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের লেকের পানিতে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
শীতকালের অতিথি পাখিরা এসে ভিড় জমিয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের লেকের পানিতে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৭
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলা শুরু হবে। ছবি: ফোকাস বাংলা
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলা শুরু হবে। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৭
যুক্তরাষ্ট্রের ফারগুসনের পর এবার নিউইয়র্কে গ্র্যান্ড জুরি ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে গণ-অসন্তোষ শুরু হয়েছে। গ্রেপ্তারের সময় কৃষ্ণাঙ্গ এরিখ গার্নারের মৃত্যুর জন্য শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না—গতকাল বুধবার গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্ত ঘোষণার পরই বিক্ষোভ শুরু হয়। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ফারগুসনের পর এবার নিউইয়র্কে গ্র্যান্ড জুরি ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে গণ-অসন্তোষ শুরু হয়েছে। গ্রেপ্তারের সময় কৃষ্ণাঙ্গ এরিখ গার্নারের মৃত্যুর জন্য শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না—গতকাল বুধবার গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্ত ঘোষণার পরই বিক্ষোভ শুরু হয়। ছবি: রয়টার্স
৯ / ১৭
পরিবহন নেতাকে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এলোপাতাড়ি বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। ছবিটি বেলা তিনটায় কুমিল্লার আলেখারচর এলাকায় মুক্তিযুদ্ধোর ভাস্কর্য যুদ্ধ জয়ের সামনে থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
পরিবহন নেতাকে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এলোপাতাড়ি বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। ছবিটি বেলা তিনটায় কুমিল্লার আলেখারচর এলাকায় মুক্তিযুদ্ধোর ভাস্কর্য যুদ্ধ জয়ের সামনে থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১০ / ১৭
পাকা নালা তৈরি না করে অপরিকল্পিতভাবে পাবনার ঈশ্বরদী ইপিজেডের কারখানার বর্জ্য ও দূষিত পানি বাইরে ফেলা হচ্ছে। এর ফলে সাঁড়া ও বামন গ্রামের ছোট নালাটি ভেঙে প্রশস্ত হচ্ছে। নালার দুই পাশের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ছবি: প্রথম আলো
পাকা নালা তৈরি না করে অপরিকল্পিতভাবে পাবনার ঈশ্বরদী ইপিজেডের কারখানার বর্জ্য ও দূষিত পানি বাইরে ফেলা হচ্ছে। এর ফলে সাঁড়া ও বামন গ্রামের ছোট নালাটি ভেঙে প্রশস্ত হচ্ছে। নালার দুই পাশের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ছবি: প্রথম আলো
১১ / ১৭
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ সকালে সমাবেশ করেন বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো ব্যাজ ধারণ করেন। ছবি: সাইয়ান, বরিশাল
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ সকালে সমাবেশ করেন বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কালো ব্যাজ ধারণ করেন। ছবি: সাইয়ান, বরিশাল
১২ / ১৭
শীতের সকালে খেজুর রসের মজাই আলাদা। রাজশাহীর পবার রামচন্দ্রপুর থেকে খেজুর রস নিয়ে নগরে বিক্রি করতে আসছেন মোস্তফা আলী। ছবিটি আজ সকালে নগরের ভদ্রা রেলক্রসিং থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
শীতের সকালে খেজুর রসের মজাই আলাদা। রাজশাহীর পবার রামচন্দ্রপুর থেকে খেজুর রস নিয়ে নগরে বিক্রি করতে আসছেন মোস্তফা আলী। ছবিটি আজ সকালে নগরের ভদ্রা রেলক্রসিং থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৩ / ১৭
খাবারের সন্ধানে পুকুরে নেমেছে বক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের মোল্লামিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
খাবারের সন্ধানে পুকুরে নেমেছে বক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের মোল্লামিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৭
শীতের সকালে চালের গুঁড়া আর খেজুর গুড়ে তৈরি গরম ভাপা পিঠার কদরই আলাদা। রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ভাপা পিঠা খাওয়ায় মগ্ন এক শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
শীতের সকালে চালের গুঁড়া আর খেজুর গুড়ে তৈরি গরম ভাপা পিঠার কদরই আলাদা। রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ভাপা পিঠা খাওয়ায় মগ্ন এক শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৫ / ১৭
চীনের ঝেজিয়াং প্রদেশের লোকশিল্পী হেন জিয়াওমিং জিহ্বা দিয়ে কাগজে সুন্দর সব ছবি আঁকেন। কখনো কখনো মাছ ও সবজিকে বেছে নেন আঁকার হাতিয়ার হিসেবে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
চীনের ঝেজিয়াং প্রদেশের লোকশিল্পী হেন জিয়াওমিং জিহ্বা দিয়ে কাগজে সুন্দর সব ছবি আঁকেন। কখনো কখনো মাছ ও সবজিকে বেছে নেন আঁকার হাতিয়ার হিসেবে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
১৬ / ১৭
বরফে ঢাকতে শুরু করেছে অস্ট্রিয়ার উত্তরাঞ্চল। এই গাড়িটি যেন সে কথাই বলছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
বরফে ঢাকতে শুরু করেছে অস্ট্রিয়ার উত্তরাঞ্চল। এই গাড়িটি যেন সে কথাই বলছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
১৭ / ১৭
শুরু হতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র স্পেকটার নির্মাণ কাজ। এ উপলক্ষে যুক্তরাজ্যের পাইনউড স্টুডিওতে আজ বৃহস্পতিবার ছবির জন্য পোজ দিলেন লিয়া সেডু, ড্যানিয়েল ক্রেগ ও মনিকা বালুচ্চি (বাম থেকে ডানে)। ছবি: রয়টার্স
শুরু হতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র স্পেকটার নির্মাণ কাজ। এ উপলক্ষে যুক্তরাজ্যের পাইনউড স্টুডিওতে আজ বৃহস্পতিবার ছবির জন্য পোজ দিলেন লিয়া সেডু, ড্যানিয়েল ক্রেগ ও মনিকা বালুচ্চি (বাম থেকে ডানে)। ছবি: রয়টার্স