করোনা মহামারির মধ্যেই বিদায় নিল আরও একটি বছর। জীবনের হিসেবে অতীত হলো ২০২১। বরাবরের মতো খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হয়েছিল নানা প্রস্তুতি। দেশে দেশে জমকালো, চোখধাঁধানো নানা আয়োজনে নতুন বছরের প্রথম প্রহরকে বরণ করে নেয় বিশ্ববাসী। ছবিতে দেখা যাক বিশ্বের বিভিন্ন দেশের নববর্ষ উৎসব।

১ / ১০
টেডি নামের কুকুরটি ২০২২ লেখা চমশা পরেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণ বৃদ্ধির মধ্যেও নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বিপুল উৎসাহ–উদ্দীপনায়
ছবি: রয়টার্স
২ / ১০
প্রতিবছরের মতো এবারও খ্রিষ্টীয় নববর্ষের শুরুটা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। এই শহরে বরাবরের মতো আতশবাজির বর্ণিল উৎসব হয়। সিডনির হারবার সেতু হয়ে ওঠে আলোর সেতু
ছবি: রয়টার্স
৩ / ১০
লন্ঠন জ্বালিয়ে নতুন বছর উদ্‌যাপন করেন চীনের শ্যাংডন প্রদেশের বাসিন্দারা। এমনই এক লন্ঠন প্রদর্শনী দেখছেন মানুষ
ছবি: এএফপি
৪ / ১০
চুল কেটে ২০২২ সাল লিখছেন এক ব্যক্তি। ভারতের আহমেদাবাদে
ছবি: রয়টার্স
৫ / ১০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নৌকায় সুদৃশ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে ২০২২ সাল লেখা। নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন
ছবি: এএফপি
৬ / ১০
নতুন বর্ষ উদ্‌যাপন উপলক্ষে কসোভোয় সাজানো ২০২২ সংখ্যাটির সামনে ছবি তুলতে ব্যস্ত এক নারী
ছবি: এএফপি
৭ / ১০
নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সিউলের ১২৩ তলা লোটে ওয়ার্ল্ড টাওয়ার থেকে আলোকরশ্মি নিক্ষেপ করা হচ্ছে
ছবি: এএফপি
৮ / ১০
দক্ষিণ কোরিয়ার সিউলে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে হাতে আতশবাজি নিয়ে তা প্রদর্শন করছেন এক ব্যক্তি
ছবি: এএফপি
৯ / ১০
করোনা মহামারি কাটিয়ে নতুন বছর যেন আনন্দময় হয়, সে আশায় সাড়ে ছয় হাজার মোমবাতি জ্বালানো হয়েছে। জাপানের কামাকুরার হাসেদারা বৌদ্ধমন্দিরে
ছবি: রয়টার্স
১০ / ১০
হংকংয়ে নববর্ষ উদ্‌যাপনে শত শত ড্রোন ব্যবহার করে বর্ণিল আলোকসজ্জা তৈরি করা হয়
ছবি: রয়টার্স