ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিন আজ। রাশিয়ার অভিযানের বিরুদ্ধে বিভিন্ন দেশে চলছে যুদ্ধবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। ইউক্রেন দাবি করেছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের তিন শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।    
২৮ ফেব্রুয়ারি  ২০২২

১ / ৯
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার সময় প্ল্যাকার্ড হাতে এক নারী। থাইল্যান্ডের ব্যাংককে
ছবি: রয়টার্স
২ / ৯
জার্মানিতে প্রতিবাদে অংশ নিয়েছে হাজারো মানুষ
ছবি:এএফপি
৩ / ৯
ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে থাইল্যান্ডের ব্যাংককে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী
ছবি: রয়টার্স
৪ / ৯
ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা শরণার্থী শিশুদের পড়ে থাকা জুতায় তুষার পড়ে আছে। পোল্যান্ডের মেডিকা সীমান্তে
ছবি: রয়টার্স
৫ / ৯
আগুনের পাশে দাঁড়িয়ে ইউক্রেনের এক ব্যক্তি
ছবি: রয়টার্স
৬ / ৯
ইসরায়েলি সংসদ ভবনের বাইরে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের সময় এক ব্যক্তি প্ল্যাকার্ড তুলে ধরেছেন
ছবি: এএফপি
৭ / ৯
ইউক্রেনের পুলিশ সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে
ছবি: রয়টার্স
৮ / ৯
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা একটি শিশু পোল্যান্ডের প্রজেমিসলের অস্থায়ী শরণার্থীশিবিরে দাঁড়িয়ে আছে
ছবি: রয়টার্স
৯ / ৯
বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্ররা ইউক্রেনে চলমান সংঘাত থেকে পালিয়ে যেতে পোল্যান্ডের মেডিকা সীমান্তে।
ছবি: এএফপি