Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
খুঁজুন
ই-পেপার
Eng
Login
আন্তর্জাতিক
বসন্ত উৎসব
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩: ৪৬
১ / ১১
চলতি মাসের আট তারিখ চীনের নতুন বছর শুরু হবে। চীনাদের কেউ কেউ একে ‘চান্দ্রবর্ষ’ কেউবা ‘বসন্ত উৎসব’ হিসেবে প্রতিবছর ঘটা করে উৎসব করে। দেশের বাইরে থাকা চীনারাও এই উৎসবে মেতে উঠে। এই উৎসব উপলক্ষে চীনের হেবেই প্রদেশে তানতৌ এলাকায় একটি কারখানায় বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে রঙিন লণ্ঠন। ছবি: এএফপি
২ / ১১
চীনা নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের একটি দোকানে খেলনা সাজিয়ে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
৩ / ১১
থাইল্যান্ডের ব্যাংককে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশনার আগে সেলফি তুলছেন চায়নিজ অপেরার দুই শিল্পী। ছবি: রয়টার্স
৪ / ১১
চীনা নববর্ষ উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজন করা হয়েছে ম্যাজিক্যাল ল্যান্টার্ন ফেস্টিভ্যালের। লন্ডনের চিসউইক হাউস গার্ডেনস রঙিন লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। ছবি: রয়টার্স
৫ / ১১
লন্ডনের চিসউইক হাউস গার্ডেনসে বিশাল হাঁস আকৃতির লণ্ঠন। ছবি: রয়টার্স
৬ / ১১
পাহারাদার নাকি লণ্ঠন! ম্যাজিক্যাল ল্যান্টার্ন ফেস্টিভ্যালে লন্ডনের চিসউইক হাউস গার্ডেনসের ছবি এটি। ছবি: রয়টার্স
৭ / ১১
বসন্ত উৎসব উপলক্ষে চীনে বেইজিংয়ের একটি রাস্তা লাল লণ্ঠন দিয়ে সাজানো হচ্ছে। ছবি: রয়টার্স
৮ / ১১
চীনের নতুন বছর উপলক্ষে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের একটি উপাসনালয়ও বিশেষভাবে সাজানো হয়েছে । ছবি: রয়টার্স
৯ / ১১
বসন্ত উৎসব উপলক্ষে ভিয়েতনামের হ্যানয়ে ঐতিহ্যবাহী পোশাক ‘আও দাই’ পরে ফুল বাগানের পাশে ছবি তুলছেন এক তরুণী। ছবি: রয়টার্স
১০ / ১১
চীনা নববর্ষ উপলক্ষে শিশু কন্যাকে সাজানোর রকমারি জিনিস দেখতে দোকানে এসেছেন মা। ছবিটি ফিলিপাইনে ম্যানিলার বিনোদো এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১১
আসন্ন চীনা নববর্ষ উপলক্ষে দোকানে বসে লাল লণ্ঠন তৈরি করছেন একজন কারিগর। ছবিটি চীনের হেনান প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক
থেকে আরও পড়ুন