'আকাশও তখন কাঁদছিল'

১ / ৯
কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনস ফুটবলারদের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। গত ২৯ নভেম্বর সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম লেগে খেলতে কলম্বিয়ার মেডেলিন যাওয়ার পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হন শাপেকোয়েনসের বেশির ভাগ ফুটবলার। ছবি: রয়টার্স
কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনস ফুটবলারদের শেষকৃত্যের প্রস্তুতি চলছে। গত ২৯ নভেম্বর সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম লেগে খেলতে কলম্বিয়ার মেডেলিন যাওয়ার পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হন শাপেকোয়েনসের বেশির ভাগ ফুটবলার। ছবি: রয়টার্স
২ / ৯
বৃষ্টি-মেদুর শেষকৃত্য অনুষ্ঠান। শাপেকোয়েনস ফুটবলারদের কফিন নিয়ে আনুষ্ঠানিকতায় ব্রাজিলের সেনা সদস্যরা। ছবি: রয়টার্স
বৃষ্টি-মেদুর শেষকৃত্য অনুষ্ঠান। শাপেকোয়েনস ফুটবলারদের কফিন নিয়ে আনুষ্ঠানিকতায় ব্রাজিলের সেনা সদস্যরা। ছবি: রয়টার্স
৩ / ৯
শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের কফিন নিয়ে অপেক্ষায় শববাহী সেনাসদস্যরা। ছবি: রয়টার্স
শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের কফিন নিয়ে অপেক্ষায় শববাহী সেনাসদস্যরা। ছবি: রয়টার্স
৪ / ৯
বৃষ্টির মধ্যে শাপেকোয়েনস ফুটবলারদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমার। ছবি: রয়টার্স
বৃষ্টির মধ্যে শাপেকোয়েনস ফুটবলারদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমার। ছবি: রয়টার্স
৫ / ৯
শেষকৃত্যে শাপেকোয়েনসের জার্সি গায়ে শোকস্তব্ধ এক ভক্ত। ছবি: এএফপি
শেষকৃত্যে শাপেকোয়েনসের জার্সি গায়ে শোকস্তব্ধ এক ভক্ত। ছবি: এএফপি
৬ / ৯
শেষকৃত্য অনুষ্ঠানে বৃষ্টি আর কান্না মিলেমিশে হয়েছিল একাকার। ছবি: এএফপি
শেষকৃত্য অনুষ্ঠানে বৃষ্টি আর কান্না মিলেমিশে হয়েছিল একাকার। ছবি: এএফপি
৭ / ৯
শেষকৃত্য অনুষ্ঠানে শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ তিতে। ছবি: এএফপি
শেষকৃত্য অনুষ্ঠানে শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ তিতে। ছবি: এএফপি
৮ / ৯
এই শোক সহ্য করার শক্তি চান শাপেকোবাসী। ছবি: এএফপি
এই শোক সহ্য করার শক্তি চান শাপেকোবাসী। ছবি: এএফপি
৯ / ৯
শেষকৃত্য অনুষ্ঠানে শাপেকোয়েনস সমর্থকদের চোখেমুখে শোক স্তব্ধতা। ছবি: এএফপি
শেষকৃত্য অনুষ্ঠানে শাপেকোয়েনস সমর্থকদের চোখেমুখে শোক স্তব্ধতা। ছবি: এএফপি