অতীত অপরাধের কারণে বিএনপি নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস। তিনি বলেন, এ জন্য তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে।
আজ সোমবার রাজধানী ঢাকার পল্টনে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান। সংগঠনের ইতালি ও জাপান শাখার সহায়তায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ।
বিএনপির সমালোচনা করে শেখ ফজলে শামস বলেন, দলটির নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত। তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার সাহস পাবে কীভাবে?
শেখ ফজলে শামস আরও বলেন, ২০১৪ সালে জ্বালাও-পোড়াও কর্মসূচিতে অগ্নিদগ্ধ ও আপনজনহারা স্বজনদের ব্যথা এখনো মানুষের মনে জ্বলছে। বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু ঘৃণাই রয়েছে। এই অপরাধী বিএনপিকে মানুষ কোনো দিনও ভোট দেবে না। বিএনপিও সেই অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পায়।
অনুষ্ঠানে যুবলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মঞ্জুর আলম, আবু আহমেদ নাসিম, খালেদ শওকত আলী, বদিউল আলম, কাজী মাজহারুল ইসলাম, শামীম আল সাইফুল, রেজাউল কবির, মাইন উদ্দিন, জাকির হোসেন, এইচ এম রেজাউল করিম, ইসমাইল হোসেন, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।