‘অবৈধ সরকারের সঙ্গে আপস নয়’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ শনিবার সকালে গণফোরাম আয়োজিত ‘সুশাসনের লক্ষ্যে জাতীয় ঐক্য ও দুঃশাসন হটিয়ে জনগণের শাসন চাই’ শীর্ষক সভা
ছবি: প্রথম আলো

বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, ‘এই সরকার নির্বাচিত হয়েছে রাতের অন্ধকারে। কোনো অবৈধ সরকারের সঙ্গে আমরা আপস করব না।’ তিনি বলেন, এখন একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা হচ্ছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ শনিবার সকালে গণফোরাম আয়োজিত ‘সুশাসনের লক্ষ্যে জাতীয় ঐক্য ও দুঃশাসন হটিয়ে জনগণের শাসন চাই’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা কখনোই কোনো দল বা সরকারের সঙ্গে আপস করে রাজনীতি করিনি। ভবিষ্যতে জনগণের সঙ্গেই আমরা আপস করব। কোনো অবৈধ সরকারের সঙ্গে আমরা আপস করব না।’

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, প্রকৃত অর্থে এ সরকারকে ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সোনার বাংলা করা সম্ভব নয়।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। নিম্নবিত্ত-মধ্যবিত্তের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। এ অবস্থায় জনগণের সরকার হলে ভর্তুকির মাধ্যমে হলেও বাজার নিয়ন্ত্রণ করত। কিন্তু এই সরকার কালোবাজারি মুনাফাখোর দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দমন না করে একেবারেই নির্বিকার। জবাবদিহিহীন এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার দুর্বৃত্ত, লুটেরা, সিন্ডিকেট, কর্তৃত্ববাদী, গণদুশমন সরকার।