অর্থের বিনিময়ে শ্রীপুর যুবদলের কমিটি গঠনের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি অর্থের বিনিময়ে করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আর এই নতুন কমিটি বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন তাঁরা। সেই চিঠিতে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম সুপারিশ করেছেন।
চিঠিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা যুবদলের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পরে ২১ অক্টোবর ৪৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। অরাজনৈতিক, অদক্ষ ও অনভিজ্ঞ বহিরাগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কিশোরগঞ্জের এক নেতাকে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির নেতাদের অনেকেই শ্রীপুরের রাজনীতির সঙ্গে যুক্ত নেই। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ওই কমিটি গঠন করা হয়। টাকার বিনিময়ে এবং শ্রীপুরে বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনৈতিক হস্তক্ষেপে এই কমিটি করা হয়েছে।
এদিকে শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে সম্প্রতি জেলা ও উপজেলা পর্যায়ের ২০ জন যুবদল নেতা পদত্যাগ করেছেন। শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, যুবদলের কমিটি গঠনের আগে উপজেলা বিএনপির কোনো সুপারিশ বা মতামত নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, কমিটি অনুমোদনের ব্যাপারে জেলা যুবদলের কোনো হাত নেই। কেন্দ্র থেকে কমিটি করে দেওয়া হয়েছে। তবে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় পদবঞ্চিত নেতাদের বিষয়টি বিবেচনা করা হবে।