এভাবে চললে এ বছর শিক্ষার্থীরা টিকা পাবে না: ছাত্র ফ্রন্ট
যে পদ্ধতিতে টিকা দেওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এ বছর শিক্ষার্থীরা করোনার টিকা পাবেন না বলে মনে করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)৷ তাই ‘বিশেষ ব্যবস্থায়’ শিক্ষার্থীদের টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা৷ পাশাপাশি করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের বেতন-ফি মওকুফের দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে ছাত্র ফ্রন্টের নেতারা এসব দাবি জানান।
সমাবেশে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, যে পদ্ধতিতে টিকা দেওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে এ বছর শিক্ষার্থীরা টিকা পাবেন না৷
তাই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দায়িত্ব নিলে শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুত ক্যাম্পাসগুলো খোলা সম্ভব।
কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সহসভাপতি সাদেকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।