কারামুক্ত হলেন বিএনপি নেতা ইশরাক
প্রায় দুই বছর আগের নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার সাত দিনের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম।
৫ এপ্রিল দুই বছর আগের মতিঝিল থানার নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আদালত সেদিন তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে জামিন পান ইশরাক হোসেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২০ সালের নভেম্বর মাসে পুলিশের করা মামলার আসামি ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন।
মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলমান।