কুমিল্লার ঘটনা হামলার অছিলা তৈরির জন্য সাজানো: ইনু
কুমিল্লার ঘটনার পরে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা, মন্দিরে হামলা, ঘরবাড়িতে হামলা-আগুন লাগানো-লুটপাট-নির্যাতন-হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, কুমিল্লার ঘটনা হামলার অছিলা তৈরির জন্য একটি সাজানো ও সুপরিকল্পিত ঘটনা। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামান্যতম শৈথিল্য না দেখিয়ে কঠোর হস্তে হামলাকারীদের দমন করতে হবে।
গুজব রটিয়ে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা এবং রাজনৈতিক অশান্তি-অস্থিতিশীলতা-সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে জাসদঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর জাসদ আজ সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী ইনু বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি সহ্য করছে না, তারাই সুপরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অশান্তি তৈরির জন্য হিন্দুদের ওপর হামলা করে দেশে দাঙ্গা বাধানোর অপচেষ্টা করছে। তিনি জাসদের নেতা-কর্মীদের ১৪ দলসহ সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক-সামাজিক শক্তিকে নিয়ে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, রোকনুজ্জামান, ওবায়দুর রহমান, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি মহিবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সভাপতি আহসান হাবীব প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করেন। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জাসদের পক্ষ থেকে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি