ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই কুমিল্লার ঘটনা: এলডিপি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ হাজার মাস্ক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন শাহাদাত হোসেন সেলিম
ছবি: সংগৃহীত

এই সরকারের সময় দেশের কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি কুমিল্লার পূজামণ্ডপের ঘটনার উল্লেখ করে বলেন, অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এ ধরনের নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে সরকার।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ হাজার মাস্ক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। তিনি ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, করোনার টিকা সংগ্রহে ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারি দলের ব্যাপক লুটপাটসহ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা এবং চাঁদপুরের হাজীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শাহাদাত হোসেন সেলিম বলেন, বর্তমান সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও সেদিকে সরকারের নজর নেই, তারা ব্যস্ত লুটপাটে। ব্যর্থ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দল দমনে ব্যস্ত।

রামগঞ্জের ভাটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শেখ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, দরবেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খুরশিদ আলম মাস্টার, চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জালাল আহমদ, ভোলাকোট ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, ইছাপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন, ভাটরা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিজি, প্রকৌশলী নুরুল আমিন, আবুল কাশেম, রামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর জনি মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, সদস্যসচিব এমরান হোসেন প্রমুখ।