খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক নিয়ে ধূম্রজাল

প্রশাসনের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন। সূত্র জানায়, সাবেক ও বর্তমান মিলিয়ে ২৫-৩০ জন কর্মকর্তা বৈঠকে অংশ নেন। তাঁদের সঙ্গে রাত সাড়ে নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন খালেদা জিয়া।
তবে গত রাত সাড়ে ১২টায় গুলশানের কার্যালয় থেকে বের হলে উপস্থিত সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের কোনো বৈঠক হয়নি। তবে দলের নেতাদের যে ধরনের বৈঠক হয় প্রতিদিন, সে রকম বৈঠক হয়েছে। বৈঠকে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যেও তো ২০ জন সাবেক সরকারি কর্মকর্তা আছেন।
বেসরকারি টেলিভিশনগুলো কয়েকজন সরকারি কর্মকর্তার নামও প্রচার করেছে বৈঠকে উপস্থিত হিসেবে। রাতে এক বিবৃতিতে বিএনপি জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠক হয়নি। হীন উদ্দেশ্যে এবং জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের খবর ও কয়েকজন কর্মকর্তার নাম প্রচার করা হয়েছে। বিএনপি এর নিন্দা জানায়।
সূত্র জানায়, গত রাতের বৈঠকে সাবেক সরকারি কর্মকর্তা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, রিয়াজ রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তবে শমসের মবিন চৌধুরী প্রথম আলোরকাছে দাবি করেন, তিনি এ ধরনের কোনো বৈঠকে ছিলেন না।
সাংবাদিকদের কাছে এ ধরনের কোনো বৈঠকের কথা অস্বীকার করেন সাবিহ উদ্দিন আহমেদও।