লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ফোরামের বিবৃতিতে বলা হয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি সরকারের হীন মানসিকতা এবং রাজনৈতিক দুরভিসন্ধি।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া এ দেশে গণতন্ত্র পুনঃ প্রবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের সামগ্রিক উন্নয়নেও তাঁর অবদান অপরিসীম। অথচ একজন নাগরিকের মৌলিক অধিকার পছন্দমতো চিকিৎসা নেওয়ার অধিকার থেকে ক্রমাগতভাবে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। মেডিকেল বোর্ডের সুপারিশ ও পরিবারের আবেদন সত্ত্বেও সরকার রাজনৈতিক সংকীর্ণ মানসিকতার কারণে এ ব্যাপারে কর্ণপাত করছে না। সুচিকিৎসার অভাবে তিনি এখন মৃত্যুঝুঁকিতে আছেন। এই অবস্থায় তাঁর মুক্তির ব্যবস্থা করে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাঁর কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
বিবৃতিদাতা শিক্ষকেরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমীন ও সাধারণ সম্পাদক এস এম নছরুল কদির, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ আল-ফোরকান, মোহাম্মদ তৈয়ব চৌধুরী, মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ মোশারফ হোসেন, মো. আবদুল মান্নান, মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।