চামড়া রপ্তানির পক্ষে জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিদেশে চামড়া রপ্তানি চালু রাখা উচিত। চামড়া ব্যবসায়ীদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চামড়া রপ্তানির চালু রাখা উচিত বলে জানিয়ে জিএম কাদের বলেন, সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায়, তা অন্যভাবেই দিতে পারে। তবে, গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেওয়া ঠিক নয়।
জাপা চেয়ারম্যান বলেন, প্রকৃত মূল্য পেতে যথেষ্ট বিক্রেতা ও ক্রেতা থাকতে হয়। কোরবানিতে অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায় না আবার বিদেশেও রপ্তানি করতে দেওয়া না হলে যেকোনো মূল্যেই মুষ্টিমেয় ক্রেতাদের কাছে বিক্রি করতে হয় চামড়া।
সভায় আরও উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম প্রমুখ।