টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ। সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পৌর উদ্যানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সা’দত কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আজিজুর রহমান, ওই কলেজের সাবেক জিএস আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে এসব বক্তা জেলা বিএনপি থেকে সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
গত ২৬ মে সামছুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ৩০ সদস্যের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। কিন্তু এরপর থেকেই এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করেন।
এরই জের ধরে জেলা বিএনপিতে দলীয় কোন্দল তীব্র রূপ ধারণ করে। গত ২৩ জুলাই সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ বিএনপির আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ওই দিনই যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ নেতা-কর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলা করেন। এরপর ৩১ জুলাই কেন্দ্র থেকে ওই চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়।