default-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, গতকাল সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সে দেশে যান। স্ত্রী হাসনা মওদুদ তাঁর সঙ্গে রয়েছেন।

এর আগে অসুস্থ হয়ে পড়লে গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মওদুদ আহমদের হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

বিজ্ঞাপন
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন